আর্মড ফোর্সেস মেডিকেল কলেজে (এএফএমসি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সে ভর্তি কার্যক্রম আগামী ৩০ ডিসেম্বর থেকে শুরু হয়ে চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে স্বাস্থ্য পরীক্ষা ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ভর্তি সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের পর কোনো প্রার্থীকে ভর্তির জন্য বিবেচনা করা হবে না।
রোববার (২১ ডিসেম্বর) কলেজের কমান্ড্যান্ট মেজর জেনারেল মাসুদুল আলম মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, চূড়ান্ত স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় প্রত্যেক প্রার্থীকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল সনদপত্র, নম্বরপত্র, নাগরিকত্বের সনদপত্র এবং দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সঙ্গে আনতে হবে। এসব কাগজপত্র যাচাই শেষে যোগ্য প্রার্থীদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে।

চাকরিরত ও অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সন্তানদের জন্যও অতিরিক্ত সনদপত্রের শর্ত রয়েছে। এক্ষেত্রে ইউনিট অধিনায়ক, কোর বা সংশ্লিষ্ট রেকর্ডস কর্তৃপক্ষ কর্তৃক সিলমোহর ও প্রতিস্বাক্ষর করা সনদপত্র দাখিল করতে হবে।
বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা হয়েছে, কোনো প্রার্থী নির্ধারিত সনদপত্র দাখিলে ব্যর্থ হলে অথবা প্রদত্ত কাগজপত্রের তথ্য ভুল প্রমাণিত হলে তার ভর্তি ও ফলাফল বাতিল বলে গণ্য হবে। ভর্তি সংক্রান্ত সব বিষয়ে কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
এএফএমসি কর্তৃপক্ষ আরও জানিয়েছে, প্রথম দফার ভর্তি কার্যক্রম শেষে আসন শূন্য থাকলে পরবর্তী নির্বাচিত তালিকা কলেজের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। ভর্তি ও সংশ্লিষ্ট সব তথ্য আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের নোটিশ বোর্ড এবং অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে। এ ছাড়া প্রার্থীরা নিজ নিজ ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ওয়েবসাইটে ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বরও দেখতে পারবেন।

ডেস্ক রিপোর্ট 






















