শ্রীলঙ্কা সরকার আগামী ২৪ ঘণ্টার জন্য দেশটির ক্যান্ডি ও নুয়ারা এলিয়ার কিছু এলাকায় আগাম ভূমিধস সতর্কীকরণ বার্তা জারি করেছে। এমন অবস্থায় শ্রীলঙ্কায় অবস্থানরত বাংলাদেশি পর্যটকদের জন্য জরুরি বার্তা দিয়েছে কলম্বোর বাংলাদেশ দূতাবাস।
রোববার (২১ ডিসেম্ব) কলম্বোর বাংলাদেশ দূতাবাস শ্রীলঙ্কায় অবস্থানরত বাংলাদেশি পর্যটকদের জন্য এ বার্তা দিয়েছে।

বার্তায় বলা হয়েছে, শ্রীলঙ্কার দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আগামী ২৪ ঘণ্টার জন্য ক্যান্ডি ও নুয়ারা এলিয়ার কিছু এলাকায় সর্বোচ্চ মাত্রার লেভেল ৩ (রেড) আগাম ভূমিধস সতর্কীকরণ বার্তা জারি করেছে। এ ছাড়া, বাদুল্লা, কুরুনেগালা ও মাতালের আরও কিছু জায়গায় দ্বিতীয় সর্বোচ্চ লেভেল ২ (আম্বার) সতর্কতা জারি করা হয়েছে।
বাংলাদেশি পর্যটকসহ সবাইকে অনুরোধ করছি, অনুগ্রহ করে শান্ত থাকুন, নিরাপদ আশ্রয়ে অবস্থান করুন এবং স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করুন। আপনাদের নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

ডেস্ক রিপোর্ট 






















