ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলায় ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া শতাধিক বিপ্লবী শিক্ষার্থী আনুষ্ঠানিকভাবে জাতীয়তাবাদী ছাত্রদলে যোগ দিয়েছেন।
শনিবার (১০ জানুয়ারি) বিকেলে শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে জেলা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত ছাত্রদলে অভিষেক ও মিলন মেলা অনুষ্ঠানে তারা ছাত্রদলে যোগদান করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক, জেলা বিএনপির সভাপতি ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়ীয়া -৩ আসনে বিএনপির দলীয় মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা খালেদ হোসেন মাহবুব শ্যামল জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থী যোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেন।
পরে জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ছাত্র-জনতা এবং প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, ছাত্ররা নেতৃত্বে না এলে জুলাই গণ-অভ্যুত্থান সম্ভব হতো না। এই ফ্যাসিস্ট সরকারের পতনও ঘটত না। শিক্ষার্থীরা অসীম সাহসিকতার পরিচয় দিয়েছে। শুরুতে ছাত্ররাই নেতৃত্ব দিয়েছে, পরবর্তীতে ফ্যাসিবাদবিরোধী সব শক্তি নেপথ্য থেকে তাদের সহায়তা করেছে।
তিনি আরও বলেন, ছাত্রদলের নেতাকর্মীরাও নেপথ্য থেকে অনুপ্রেরণা ও সহযোগিতা জুগিয়েছে। আগামী দিনে জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে ধরে রাখা আমাদের দায়িত্ব। কিন্তু বাস্তবতা হলো যে চেতনাকে সামনে রেখে এই গণ-অভ্যুত্থান হয়েছিল, তা আজ অনেকটাই ম্লান হয়ে যাচ্ছে। প্রশাসনসহ বিভিন্ন ক্ষেত্রে আবারও ফ্যাসিবাদী বাস্তবতা ফিরে আসছে। ফ্যাসিস্টদের করা কাজগুলোর যেন পুনরাবৃত্তি না হয়, সে বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, ২০২৪ সালের জুলাই মাসে ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থীরা যে সাহসিকতার সঙ্গে লড়াই করেছে, তা শুধু শহরেই সীমাবদ্ধ ছিল না সারা দেশে ছড়িয়ে পড়েছে। আজ যারা ছাত্রদলে যোগ দিয়েছে, সেই বিপ্লবী শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ছাত্রদলকে পুরোনো ধাঁচ থেকে বের করে সময়োপযোগী, নতুন আঙ্গিকে গড়ে তোলা হবে।
সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কারের কথা বলছে, বিএনপির চেয়ারম্যান তার আগেই ২০২৩ সালের ১৩ জুলাই ৩১ দফা সংস্কার প্রস্তাব উপস্থাপন করেছিলেন। এটি প্রমাণ করে রাষ্ট্রগঠনে তার চিন্তাভাবনা কতটা সময়োপযোগী।
অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাইনুল হোসেন চপলের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাজিদুর রহমান, সাবেক সহসভাপতি মোকাররম হোসেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও জুলাই গণ-অভ্যুত্থানে ব্রাহ্মণবাড়িয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক মোহাইমিনুল আজবীন, ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থী আশীষ ভৌমিক ও তন্নী আক্তার, সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিন উদ্দিন নিঝুম, ছাত্র সংগঠক সৈয়দ মোহাম্মদ আলী প্রমুখ।

ডেস্ক রিপোর্ট 























