আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিন ও আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আইরেসে নতুন দুটি দূতাবাস স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই দুই দূতাবাসে কার্যক্রম পরিচালনার লক্ষ্যে রাজস্ব খাতে ১৮টি নতুন পদ সৃষ্টি করা হচ্ছে।
বুধবার (১৪ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ সংক্রান্ত প্রস্তাবনা উপস্থাপন করা হয়।

দায়িত্বশীল সূত্র জানিয়েছে, দক্ষিণ আমেরিকা ও ইউরোপে বাংলাদেশের কূটনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যেই এই নতুন পদ সৃষ্টির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, এই দুই দেশে স্থায়ী দূতাবাস স্থাপিত হলে বিশেষত প্রবাসী বাংলাদেশি, বাণিজ্য সম্প্রসারণ এবং শিক্ষা-গবেষণার ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হবে।

ডেস্ক রিপোর্ট 






















