সাতক্ষীরা প্রতিনিধিঃ অতীতে তালা-কলারোয়ার উন্নয়নের অভিজ্ঞতা আমার আছে, আগামীতে এলাকার উন্নয়নে আপনাদের পাশে থাকার সুযোগ দিন। তালা-কলারোয়া কে আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন, সাতক্ষীরা-(তালা-কলারোয়া) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব।
বুধবার (২৮ জানুয়ারী) বিকাল ৪টায় শুভাশিনী মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সভাপতি মিজানুর রহমান পিন্টু, সহ-সভাপতি গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মিয়াজান আলী মোড়ল, জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, উপজেলা বিএনপির সহ সভাপতি মহব্বত আলী সরদার, উপজেলা যুবদলের আহবায়ক মির্জা আতিয়ার রহমান, যুগ্ম আহবায়ক সাইদুর রহমান, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক স ম ইয়াছিনউল্লাহ, উপজেলা ছাত্রদলের সভাপতি হাফিজুর রহমান, উপজেলা মহিলা দলের আহবায়ক মেহেরুন নেছা মিনি, রেভারেল প্রফুল্ল হালদার প্রমুখ।

হাবিবুল ইসলাম হাবিব বলেন, আমি ২ বারের সংসদ সদস্য ছিলাম। এই অঞ্চলের মানুষের প্রাণের দাবি কপোতাক্ষ নদের উপর ব্রীজ, অসংখ্য কাঁচা রাস্তা পাঁকা করেছিলাম। আপনাদের সহযোগীতায় তালার অভূতপূর্ব উন্নয়ন করেছিলাম। বিগত সরকারের কোনো এমপি এলার উন্নয়নে তেমন কোনো ভূমিকা রাখেনি। আমার নেতৃত্বের প্রতি ইর্ষান্বিত হয়ে মিথ্যা মামলায় ৭০ বছর সাজা দিয়েছিলো। আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি। আমার বিশ্বাস মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধভাবে আমাকে ভোট দিবেন।
তিনি বলেন, দারিদ্র্য বিমোচনে আমাদের দলের নিজস্ব পরিকল্পনা আছে। দলের চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ডের মাধ্যমে দারিদ্র্য বিমোচনের রোডম্যাপ ঘোষণা করেছেন। আপনাদের ভোটে বিএনপি নির্বাচিত হলে দেশে কোনো অভাব থাকবে না। তারেক রহমানের নেতৃত্বে একটি সুখী সমৃদ্ধির বাংলাদেশ গড়ে উঠবে।

ডেস্ক রিপোর্ট 






















