ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬

যুক্তরাষ্ট্রের এক ডলারে মিলছে ১৫ লাখ ইরানি রিয়াল

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:২৪:০২ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • ২ বার দেখা হয়েছে

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে মার্কিন ডলারের বিপরীতে ইরানি রিয়ালের রেকর্ড দরপতন হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) এক ডলারে মিলছে ১৫ লাখ ইরানি রিয়াল।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, মুদ্রা ট্র্যাকিং ওয়েবসাইটে মঙ্গলবার তথ্য দেখা গেছে। এরমধ্যে শুধুমাত্র গত এক মাসেই ইরানি মুদ্রার দাম ৫ শতাংশ কমেছে বলে জানিয়েছে বোনবাস্ট নামে একটি ওয়েবসাইট।

ইরানের নবনিযুক্ত কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এমন দরপতনের মধ্যে বলেছেন, “বৈদেশিক মুদ্রার বাজার তার স্বাভাবিক পথে চলছে।”

গত মাসের ২৮ তারিখে ইরানে বিক্ষোভ শুরু হয়। যা দ্রুত সময়ে সরকারবিরোধী বিক্ষোভে পরিণত হয়। তবে এই বিক্ষোভ কঠোরহস্তে দমন করে ইরানের নিরাপত্তাবাহিনী। এটিকে অজুহাত বানিয়ে ইরানে হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। এরমধ্যেই মুদ্রার দামে এমন অস্বাভাবিক পতন হয়েছে।

আশঙ্কা করা হচ্ছে এ সপ্তাহের মধ্যেই ইরানে হামলা চালাতে পারে মার্কিন সেনারা। ইতিমধ্যে তাদের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন মধ্যপ্রাচ্যের জলসীমায় প্রবেশ করেছে। এই রণতরীর সঙ্গে অন্যান্য যুদ্ধজাহাজও রয়েছে। যেগুলোতে রয়েছে মিসাইলসহ অন্যান্য অত্যাধুনিক যুদ্ধাস্ত্র।

জনপ্রিয় সংবাদ

‎অবহেলিত তালা-কলারোয়ার উন্নয়নে নিজেকে উৎস্বর্গ করতে চাই, বিগত সরকারের কোনো এমপি এলাকার উন্নয়নে কাজ করেনি-হাবিবুল ইসলাম হাবিব

যুক্তরাষ্ট্রের এক ডলারে মিলছে ১৫ লাখ ইরানি রিয়াল

প্রকাশিত : ০৮:২৪:০২ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে মার্কিন ডলারের বিপরীতে ইরানি রিয়ালের রেকর্ড দরপতন হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) এক ডলারে মিলছে ১৫ লাখ ইরানি রিয়াল।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, মুদ্রা ট্র্যাকিং ওয়েবসাইটে মঙ্গলবার তথ্য দেখা গেছে। এরমধ্যে শুধুমাত্র গত এক মাসেই ইরানি মুদ্রার দাম ৫ শতাংশ কমেছে বলে জানিয়েছে বোনবাস্ট নামে একটি ওয়েবসাইট।

ইরানের নবনিযুক্ত কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এমন দরপতনের মধ্যে বলেছেন, “বৈদেশিক মুদ্রার বাজার তার স্বাভাবিক পথে চলছে।”

গত মাসের ২৮ তারিখে ইরানে বিক্ষোভ শুরু হয়। যা দ্রুত সময়ে সরকারবিরোধী বিক্ষোভে পরিণত হয়। তবে এই বিক্ষোভ কঠোরহস্তে দমন করে ইরানের নিরাপত্তাবাহিনী। এটিকে অজুহাত বানিয়ে ইরানে হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। এরমধ্যেই মুদ্রার দামে এমন অস্বাভাবিক পতন হয়েছে।

আশঙ্কা করা হচ্ছে এ সপ্তাহের মধ্যেই ইরানে হামলা চালাতে পারে মার্কিন সেনারা। ইতিমধ্যে তাদের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন মধ্যপ্রাচ্যের জলসীমায় প্রবেশ করেছে। এই রণতরীর সঙ্গে অন্যান্য যুদ্ধজাহাজও রয়েছে। যেগুলোতে রয়েছে মিসাইলসহ অন্যান্য অত্যাধুনিক যুদ্ধাস্ত্র।