ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬

সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযানে ৩ জন আটক,মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৭:০৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • ১ বার দেখা হয়েছে

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় সামরিক গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে সেনা সদস্যরা অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও মাদকসহ তিন সংঘবদ্ধ সন্ত্রাসীকে আটক করেছে।

আজ বুধবার(২৮ জানুয়ারি) ভোর ৫টার দিকে মেজর মোস্তফা কামাল এর নেতৃত্বে সেনা সদস্যেও একটি টীম মঠবাড়িয়ার তুষখালী এলাকায় অভিযান চালিয়ে এদের আটক করে। এসময় তাদেও নিকট হতে দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করে।

আটককৃতরা হলো, মঠবাড়িয়া উপজেলার তুষখালী গ্রামের আফজাল হোসেনের ছেলে মো. রাকিব (২৪), একই ইউনিয়নের ছোট মাছুয়া গ্রামের মো. মিলনের ছেলে আসাদ (২৬) ও ফুল মিয়া হাওলাদারের ছেলে নুর আলম (৩২)।

এসময় আটককৃতদের কাছে মজুদকৃত ১১০ পিস ইয়াবা, ২০ গ্রাম গাঁজা, ৩টি রামদা, ১টি রেঞ্জ, ৩টি কাচি, ফয়েল পেপার, ১ সেট ওয়াকি-টকি, ৩টি গ্যাস লাইট, ৩টি স্মার্টফোন সেট, ২টি বাটন ফোন সেট, ১টি জাতীয় পরিচয়পত্র এবং ২টি দা জব্দ করা হয়।

মঠবাড়িয়া সেনা ক্যাম্পের মেজর মোস্তফা কামাল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়ার তুষখালী ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। এসময় আটকৃতদের নিকট হতে দেশীয় অস্ত্র,মাদক,মোবাইলসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়াধিন।

তিনি আরো জানান, এলাকায় মাদক নির্মূলে ও জন নিরাপত্তায় সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

জনপ্রিয় সংবাদ

‎অবহেলিত তালা-কলারোয়ার উন্নয়নে নিজেকে উৎস্বর্গ করতে চাই, বিগত সরকারের কোনো এমপি এলাকার উন্নয়নে কাজ করেনি-হাবিবুল ইসলাম হাবিব

সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযানে ৩ জন আটক,মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশিত : ০৭:০৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় সামরিক গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে সেনা সদস্যরা অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও মাদকসহ তিন সংঘবদ্ধ সন্ত্রাসীকে আটক করেছে।

আজ বুধবার(২৮ জানুয়ারি) ভোর ৫টার দিকে মেজর মোস্তফা কামাল এর নেতৃত্বে সেনা সদস্যেও একটি টীম মঠবাড়িয়ার তুষখালী এলাকায় অভিযান চালিয়ে এদের আটক করে। এসময় তাদেও নিকট হতে দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করে।

আটককৃতরা হলো, মঠবাড়িয়া উপজেলার তুষখালী গ্রামের আফজাল হোসেনের ছেলে মো. রাকিব (২৪), একই ইউনিয়নের ছোট মাছুয়া গ্রামের মো. মিলনের ছেলে আসাদ (২৬) ও ফুল মিয়া হাওলাদারের ছেলে নুর আলম (৩২)।

এসময় আটককৃতদের কাছে মজুদকৃত ১১০ পিস ইয়াবা, ২০ গ্রাম গাঁজা, ৩টি রামদা, ১টি রেঞ্জ, ৩টি কাচি, ফয়েল পেপার, ১ সেট ওয়াকি-টকি, ৩টি গ্যাস লাইট, ৩টি স্মার্টফোন সেট, ২টি বাটন ফোন সেট, ১টি জাতীয় পরিচয়পত্র এবং ২টি দা জব্দ করা হয়।

মঠবাড়িয়া সেনা ক্যাম্পের মেজর মোস্তফা কামাল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়ার তুষখালী ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। এসময় আটকৃতদের নিকট হতে দেশীয় অস্ত্র,মাদক,মোবাইলসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়াধিন।

তিনি আরো জানান, এলাকায় মাদক নির্মূলে ও জন নিরাপত্তায় সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।