ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬

১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৭:১৪:০০ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • ১ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা-৪ আসনে হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী পথসভায় এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রতিশ্রুতি দেন যে, তাদের ১১ দলীয় ঐক্য জোট নির্বাচিত হলে এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে। তিনি জানান, বিভাগ করার সব প্রক্রিয়া ইতিমধ্যে সম্পন্ন হয়ে আছে।

বুধবার (২৮ জানুয়ারি) কুমিল্লা- ৪ (দেবীদ্বার) আসনে জামায়াত নেতৃত্বাধীন জোটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহর পথসভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন,আগামী ১২ ফেব্রুয়ারি ভোটাধিকারের একটি নতুন রূপরেখা প্রকাশ করা হবে। বিগত ১৭ বছরের নিপীড়ন এবং পরবর্তী ১৭ মাসের তিক্ত অভিজ্ঞতা থেকে মুক্তি পেতেই এই ১১ দলীয় জোট গঠিত হয়েছে।


আসিফ মাহমুদ বলেন, আমরা ইতিহাসের একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। আগামী ১২ ফেব্রুয়ারী বাংলাদেশ কেমন হবে তার ভবিষ্যৎ নির্ধারণ হবে। দেবীদ্বার উপজেলা থেকে এগারো জন ভাই বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে জীবন দিয়েছিল। আমরা গত ১৭ বছর নিপীড়ন দেখেছি। সুতরাং ভোট দেওয়ার জন্য এই আমলনামাই যথেষ্ট। আপনারা গুম,খুন, হত্যাসহ সকল ধরনের জুলুম থেকে মুক্ত করতে এগারো দলীয় ঐক্য জোটকে বিজয়ী করুন। তরুণদের জন্য ১৬ বছর বয়স থেকেই ভোটাধিকার নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। এবং তরুণদের ভাতার ওপর নির্ভরশীল না করে সরাসরি কাজের সুযোগ তৈরি করা হবে। আসিফ মাহমুদ দাবি করেন, ১৪ মাস সরকারের দায়িত্বে থেকে তিনি জনগণের জন্য কাজ করেছেন। আগামী ৫ বছর জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে দেবীদ্বারে হাসনাত আবদুল্লাহকে নির্বাচিত করার আহ্বান জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

‎অবহেলিত তালা-কলারোয়ার উন্নয়নে নিজেকে উৎস্বর্গ করতে চাই, বিগত সরকারের কোনো এমপি এলাকার উন্নয়নে কাজ করেনি-হাবিবুল ইসলাম হাবিব

১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদ

প্রকাশিত : ০৭:১৪:০০ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা-৪ আসনে হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী পথসভায় এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রতিশ্রুতি দেন যে, তাদের ১১ দলীয় ঐক্য জোট নির্বাচিত হলে এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে। তিনি জানান, বিভাগ করার সব প্রক্রিয়া ইতিমধ্যে সম্পন্ন হয়ে আছে।

বুধবার (২৮ জানুয়ারি) কুমিল্লা- ৪ (দেবীদ্বার) আসনে জামায়াত নেতৃত্বাধীন জোটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহর পথসভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন,আগামী ১২ ফেব্রুয়ারি ভোটাধিকারের একটি নতুন রূপরেখা প্রকাশ করা হবে। বিগত ১৭ বছরের নিপীড়ন এবং পরবর্তী ১৭ মাসের তিক্ত অভিজ্ঞতা থেকে মুক্তি পেতেই এই ১১ দলীয় জোট গঠিত হয়েছে।


আসিফ মাহমুদ বলেন, আমরা ইতিহাসের একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। আগামী ১২ ফেব্রুয়ারী বাংলাদেশ কেমন হবে তার ভবিষ্যৎ নির্ধারণ হবে। দেবীদ্বার উপজেলা থেকে এগারো জন ভাই বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে জীবন দিয়েছিল। আমরা গত ১৭ বছর নিপীড়ন দেখেছি। সুতরাং ভোট দেওয়ার জন্য এই আমলনামাই যথেষ্ট। আপনারা গুম,খুন, হত্যাসহ সকল ধরনের জুলুম থেকে মুক্ত করতে এগারো দলীয় ঐক্য জোটকে বিজয়ী করুন। তরুণদের জন্য ১৬ বছর বয়স থেকেই ভোটাধিকার নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। এবং তরুণদের ভাতার ওপর নির্ভরশীল না করে সরাসরি কাজের সুযোগ তৈরি করা হবে। আসিফ মাহমুদ দাবি করেন, ১৪ মাস সরকারের দায়িত্বে থেকে তিনি জনগণের জন্য কাজ করেছেন। আগামী ৫ বছর জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে দেবীদ্বারে হাসনাত আবদুল্লাহকে নির্বাচিত করার আহ্বান জানান তিনি।