ঢাকা ১০:০২ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬

পে-স্কেল গেজেট প্রকাশের দাবিতে পবিপ্রবিতে বিক্ষোভ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:২৪:১২ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • ১ বার দেখা হয়েছে

দুমকি প্রতিনিধিঃ জ্বালানি উপদেষ্টার বিতর্কিত বক্তব্য প্রত্যাহার এবং বৈষম্যমুক্ত নবম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী কর্মচারী ও কর্মকর্তা ফোরামের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) বেলা ১১ টায় প্রশাসনিক ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে মুক্ত বাংলার পাদদেশে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন সংস্থাপন শাখার সহকারী রেজিস্টার রিয়াজ কাঞ্চন শহিদ, জাতীয়তাবাদী কর্মচারী ফোরাম নেতা মেজবাহ উদ্দিন খান জসিম, মাহবুবুর রহমান, মোশারেফ হোসেন প্রমুখ।


বক্তারা বলেন,গত ১১ বছর ধরে সরকারি চাকুরিজীবীরা ন্যায্য পে-স্কেল থেকে বঞ্চিত। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে তারা চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন। নবম পে কমিশনের চূড়ান্ত প্রতিবেদন সরকারের হাতে থাকা এবং বাজেটে অর্থের সংস্থান থাকা সত্ত্বেও গেজেট প্রকাশে গড়িমসি করা হচ্ছে ।
এ অবস্থায় জ্বালানি উপদেষ্টার বক্তব্য পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে বলে দাবি কর্মচারী নেতাদের। তারা অবিলম্বে জ্বালানি উপদেষ্টার বক্তব্য প্রত্যাহার করে আগামী ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর করার শর্তে নবম পে স্কেলের গেজেট প্রকাশের দাবি জানান। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও পুনর্ব্যক্ত করা হয়।

জনপ্রিয় সংবাদ

‎অবহেলিত তালা-কলারোয়ার উন্নয়নে নিজেকে উৎস্বর্গ করতে চাই, বিগত সরকারের কোনো এমপি এলাকার উন্নয়নে কাজ করেনি-হাবিবুল ইসলাম হাবিব

পে-স্কেল গেজেট প্রকাশের দাবিতে পবিপ্রবিতে বিক্ষোভ

প্রকাশিত : ০৮:২৪:১২ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬

দুমকি প্রতিনিধিঃ জ্বালানি উপদেষ্টার বিতর্কিত বক্তব্য প্রত্যাহার এবং বৈষম্যমুক্ত নবম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী কর্মচারী ও কর্মকর্তা ফোরামের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) বেলা ১১ টায় প্রশাসনিক ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে মুক্ত বাংলার পাদদেশে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন সংস্থাপন শাখার সহকারী রেজিস্টার রিয়াজ কাঞ্চন শহিদ, জাতীয়তাবাদী কর্মচারী ফোরাম নেতা মেজবাহ উদ্দিন খান জসিম, মাহবুবুর রহমান, মোশারেফ হোসেন প্রমুখ।


বক্তারা বলেন,গত ১১ বছর ধরে সরকারি চাকুরিজীবীরা ন্যায্য পে-স্কেল থেকে বঞ্চিত। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে তারা চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন। নবম পে কমিশনের চূড়ান্ত প্রতিবেদন সরকারের হাতে থাকা এবং বাজেটে অর্থের সংস্থান থাকা সত্ত্বেও গেজেট প্রকাশে গড়িমসি করা হচ্ছে ।
এ অবস্থায় জ্বালানি উপদেষ্টার বক্তব্য পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে বলে দাবি কর্মচারী নেতাদের। তারা অবিলম্বে জ্বালানি উপদেষ্টার বক্তব্য প্রত্যাহার করে আগামী ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর করার শর্তে নবম পে স্কেলের গেজেট প্রকাশের দাবি জানান। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও পুনর্ব্যক্ত করা হয়।