বামনা (বরগুনা) প্রতিনিধি: বরগুনার বামনা উপজেলার ছোনবুনিয়া থেকে ৯২ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নৌবাহিনী। ২৯ জানুয়ারি বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নের ছোনবুনিয়া গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-বামনা উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নের ছোনবুনিয়া গ্রামের মৃত মালেক হাওলাদারের ছেলে শাহিন (৪৫) ও হায়দার আলীর ছেলে রাহাত (২৪)।

নৌবাহিনী সুত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে ছোনবুনিয়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৯২ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১১ হাজার টাকা উদ্ধার করা হয়।
বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন।

ডেস্ক রিপোর্ট 






















