ঢাকা ১১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬

ভ্যাটিকান রাষ্ট্রদূতের চার্চ পরিদর্শন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:০৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • ১ বার দেখা হয়েছে
বরিশাল প্রতিনিধি: ইতালির ভ্যাটিকান সিটির রাষ্ট্রদূত বিশপ কেভিন র‌্যান্ডাল বরিশালের গৌরনদী উপজেলার ক্যাথলিক চার্চ পরিদর্শন করেছেন। রাষ্ট্রদূত ক্যাথলিক চার্চে পৌঁছালে তাকে আনুষ্ঠানিকভাবে বরণ করেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন ও ক্যাথলিক চার্চের প্রধান পুরোহিত ফাদার বরুণ গোমেজ।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে রাষ্ট্রদূত ক্যাথলিক চার্চের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং চার্চের ইতিহাস সম্পর্কে অবহিত হয়ে চার্চের ধর্মীয় কার্যক্রম ও সামাজিক সেবামূলক কর্মকান্ড সম্পর্কে খোঁজখবর নেন। এছাড়াও তিনি স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়ের সাথে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন। সভায় খ্রিস্টীয় ভক্তগণসহ স্থানীয় রাজনীতিবিদ, সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ক্যাথলিক চার্চের প্রধান পুরোহিত ফাদার লিটন গোমেজের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে ধানের শীষ মার্কার প্রার্থী জহির উদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশে সকল ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থানের ঐতিহ্য দীর্ঘদিনের। একজন গুরুত্বপূর্ণ ধর্মীয় প্রতিনিধি ও রাষ্ট্রদূতের এই সফর সেই সস্প্রীতিকে আরও সুদৃঢ় করবে।
সভায় বিশেষ অতিথি ছিলেন বিশপ ইমানুয়েল রোজারিও, মেজর জেনারেল (অব.) জন রোযারীও, গৌরনদী ক্যাথলিক চার্চের প্যারিস কাউন্সিলের সদস্য ও বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের নির্বাহী পরিচালক ফ্রান্সিস বেপারী।
জনপ্রিয় সংবাদ

নিরাপদ শান্তিময় ও আলোকিত নাসির নগর গড়ার লক্ষ্যে ঘোড়া প্রতীকের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

ভ্যাটিকান রাষ্ট্রদূতের চার্চ পরিদর্শন

প্রকাশিত : ১০:০৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
বরিশাল প্রতিনিধি: ইতালির ভ্যাটিকান সিটির রাষ্ট্রদূত বিশপ কেভিন র‌্যান্ডাল বরিশালের গৌরনদী উপজেলার ক্যাথলিক চার্চ পরিদর্শন করেছেন। রাষ্ট্রদূত ক্যাথলিক চার্চে পৌঁছালে তাকে আনুষ্ঠানিকভাবে বরণ করেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন ও ক্যাথলিক চার্চের প্রধান পুরোহিত ফাদার বরুণ গোমেজ।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে রাষ্ট্রদূত ক্যাথলিক চার্চের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং চার্চের ইতিহাস সম্পর্কে অবহিত হয়ে চার্চের ধর্মীয় কার্যক্রম ও সামাজিক সেবামূলক কর্মকান্ড সম্পর্কে খোঁজখবর নেন। এছাড়াও তিনি স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়ের সাথে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন। সভায় খ্রিস্টীয় ভক্তগণসহ স্থানীয় রাজনীতিবিদ, সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ক্যাথলিক চার্চের প্রধান পুরোহিত ফাদার লিটন গোমেজের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে ধানের শীষ মার্কার প্রার্থী জহির উদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশে সকল ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থানের ঐতিহ্য দীর্ঘদিনের। একজন গুরুত্বপূর্ণ ধর্মীয় প্রতিনিধি ও রাষ্ট্রদূতের এই সফর সেই সস্প্রীতিকে আরও সুদৃঢ় করবে।
সভায় বিশেষ অতিথি ছিলেন বিশপ ইমানুয়েল রোজারিও, মেজর জেনারেল (অব.) জন রোযারীও, গৌরনদী ক্যাথলিক চার্চের প্যারিস কাউন্সিলের সদস্য ও বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের নির্বাহী পরিচালক ফ্রান্সিস বেপারী।