ঢাকা ১২:১৬ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬

ছারছীনা দরবার শরীফে মরহুম পীর ছাহেবত্রয়ের তিনদিনব্যাপী ঈছালে ছাওয়াব মাহফিল শুরু

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:৫০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • ১ বার দেখা হয়েছে

ছরছীনা দরবার শরীফের প্রতিষ্ঠাতা কতুবুল আলম, শায়খুল মাশায়েখ পীর শাহ্ সূফী হযরত মাওলানা নেছারুদ্দীন আহমদ (রহ.)-এর ৭৪ তম ও মুজাদ্দিদে যামান, কুতবুল আলম পীর শাহ্ সূফী হযরত মাওলানা আবু জা’ফর মোহাম্মদ ছালেহ্ (রহ.)-এর ৩৬ তম এবং মরহুম পীর ছাহেব কেবলা বাহরে শরীয়ত, মুজাদ্দেদে যামান, কুতবুল আলম, শাহ্ সূফী হযরত মাওলানা মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহ.) এর ২য় তম তিনদিনব্যাপী ঈছালে ছাওয়াব মাহফিল ও বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ্ সম্মেলন গতকাল বাদ মাগরীব শুরু হয়েছে।

বাদ মাগরীব ছারছীনা শরীফের হযরত পীর ছাহেব কেবলার জিকিরের তা’লীম পরিচালনা ও গুরুত্বপূর্ণ নসীহতের মাধ্যমে তিনদিনব্যাপী মাহফিলের উদ্বোধন হয়। উদ্বোধনের পর কুরআন তেলাওয়াত, হামদ-না’ত, মর্ছিয়া ও রাতভর খতমে সবিনা অনুষ্ঠিত হয়।

আগামীকাল মাহফিলের ১ম দিন, ১ ফেব্রুয়ারি রোজ রবিবার বাদ এশা তিনদিনব্যাপী মাহফিলের আখেরী মুনাজাত অনুষ্ঠিত হবে। তিনদিনব্যাপী মাহফিলে ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়াবলীর উপর সেলসেলার বিশিষ্ট ওলামায়ে কেরামগণ আলোচনা করবেন।

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বন্দরে বিক্ষোভকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার হুঁশিয়ারি

ছারছীনা দরবার শরীফে মরহুম পীর ছাহেবত্রয়ের তিনদিনব্যাপী ঈছালে ছাওয়াব মাহফিল শুরু

প্রকাশিত : ১০:৫০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬

ছরছীনা দরবার শরীফের প্রতিষ্ঠাতা কতুবুল আলম, শায়খুল মাশায়েখ পীর শাহ্ সূফী হযরত মাওলানা নেছারুদ্দীন আহমদ (রহ.)-এর ৭৪ তম ও মুজাদ্দিদে যামান, কুতবুল আলম পীর শাহ্ সূফী হযরত মাওলানা আবু জা’ফর মোহাম্মদ ছালেহ্ (রহ.)-এর ৩৬ তম এবং মরহুম পীর ছাহেব কেবলা বাহরে শরীয়ত, মুজাদ্দেদে যামান, কুতবুল আলম, শাহ্ সূফী হযরত মাওলানা মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহ.) এর ২য় তম তিনদিনব্যাপী ঈছালে ছাওয়াব মাহফিল ও বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ্ সম্মেলন গতকাল বাদ মাগরীব শুরু হয়েছে।

বাদ মাগরীব ছারছীনা শরীফের হযরত পীর ছাহেব কেবলার জিকিরের তা’লীম পরিচালনা ও গুরুত্বপূর্ণ নসীহতের মাধ্যমে তিনদিনব্যাপী মাহফিলের উদ্বোধন হয়। উদ্বোধনের পর কুরআন তেলাওয়াত, হামদ-না’ত, মর্ছিয়া ও রাতভর খতমে সবিনা অনুষ্ঠিত হয়।

আগামীকাল মাহফিলের ১ম দিন, ১ ফেব্রুয়ারি রোজ রবিবার বাদ এশা তিনদিনব্যাপী মাহফিলের আখেরী মুনাজাত অনুষ্ঠিত হবে। তিনদিনব্যাপী মাহফিলে ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়াবলীর উপর সেলসেলার বিশিষ্ট ওলামায়ে কেরামগণ আলোচনা করবেন।