ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(৩০ জানুয়ারি) বিকেলে গোয়ালনগর ইউনিয়নের বান্নির মাঠ প্রাঙ্গণে এ জনসভা অনুষ্ঠিত হয়।জনসভায় স্থানীয় নেতাকর্মী ও বিপুল সংখ্যক নারী -পুরুষ ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।গোয়ালনগর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবুল কাশেম মিয়ার সভাপতিত্বে ও গোয়াল নগর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ইউনুস মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবর উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়ীয়া-১ নাসির নগর আসনে সাবেক সংসদ সদস্য (এমপি) ভাটি অঞ্চলের কিংবদন্তি রাজনীতিবীদ এস এম শাফি মাহমুদ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়ীয়া -১ নাসির নগর সংসদীয় ২৪৩ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী জেলা বিএনপির সাবেক সহ- সভাপতি, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও তিন বারের সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট এ কে এম কামরুজ্জামান মামুন, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক ফরহাদ মেম্বার, বিএনপির সহ-সভাপতি আমিরুল ইসলাম, উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক ওয়াজউদ্দিন মেম্বার, উপজেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম ইউনুস, উপজেলা বিএনপির সদস্য আশ্রাফুল আলম বাবুল, উপজেলা যুব দলের সাবেক আহবায়ক মীর মোস্তফা জালাল, ইউনিয়নের যুব দলের সাবেক সভাপতি জালাল পাঠান,উপজেলা যুব দল নেতা হোসাইন ভূঁইয়া, হাবিবুর রহমান, উপজেলা বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক গোলাম নুর মেম্বার, যুব দল নেতা সাবেক যুগ্ম আহবায়ক ফারুক খান,উপজেলা তরুণ দলের যুগ্ম আহবায়ক মালেক শাহ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলী আকবর, ইউনিয়ন ছাত্র দলের সভাপতি আবুল খায়ের, উপজেলা বিএনপির সদস্য আমিরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা শামিমুল ইসলাম, ভলাকুট ইউনিয়ন বিএনপি নেতা আলী আযম, ইউনিয়ন কৃষক দলের আহবায়ক শাহীন মিয়া , কলেজ ছাত্র দলের সিনিয়র সহ-সভাপতি ইমতিয়াজ আহমেদ তপু,উপজেলা যুবদল নেতা, হোসাইন আহমদ বিএনপি নেতা হামিদ মিয়া, গোকর্ন ইউনিয়ন ছাত্র দলের সভাপতি ডালিম চৌধুরী,ফান্দাউক ইউনিয়ন ছাত্র দলের ভারপ্রাপ্ত সাবেক যুগ্ম সম্পাদক ফারুক খান, তরুণ দলের সভাপতি তৌহিদ মিয়া, নাসির নগর উপজেলা তাতী দলের সভাপতি শেখ দুলাল মিয়া,শফিক মিয়া, বাদশা মিয়া, হানিফ মিয়া,ছাত্র নেতা বখতিয়ারউজ্জামান গালিব, মিজান মিয়া, আউয়াল মিয়া, আবু লায়েছ, সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান বক্তা স্বতন্ত্র প্রার্থী এডভোকেট এ কে এম কামরুজ্জামান মামুন বলেন, দীর্ঘ ৪০টি বছর আপনাদের সাথে নিয়ে এক সাথে রাজনীতি করেছি, সুখে-দুঃখে আপনাদের পাশে ছিলাম আছি এবং থাকবো ইনশাআল্লাহ। শিক্ষা ও স্বাস্থ্য খাতে অভৌতপুর্ব পরির্বতন আমার পরিকল্পনা, নাসিরনগর উপজেলার প্রতিটি মানুষ যাতে বাড়ি থেকেই উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে পারে, সেজন্যে আমি,প্রতিশ্রুতি দিচ্ছি যে, ৫০ শয্যার হাসপাতালটি ১০০শয্যায় উন্নতি করবো,ভাটি অঞ্চলের মানুষের দুঃখ দুর্দশা লাঘবে ওয়াটার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিব। এছাড়াও প্রতিটি ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স ও কমিউনিটি ক্লিনিকে ডাক্তারের সু-ব্যবস্থা করে স্বাস্থ্য খাতের সমস্ত অনিয়ম দূর করে এবং বেকার সমস্যা সমাধান কল্পে যুগোপযোগী প্রদক্ষেপ সহ ভাটি অঞ্চলের নানামুখী সমস্যা সমাধান ও মানুষের মৌলিক অধিকার বাস্তবায়ন ও নানামুখী সমস্যা দুরভীত করে শান্তি,সমৃদ্ধ, সম্পপ্রীতি ও আলোকিত নাসির নগর উপজেলা গড়ার লক্ষ্যে আগামী ১২ তারিখ ঘোড়া প্রতীকে আপনাদের মুল্যবান ভোটের মাধ্যমে উপজেলাবাসীর সেবা করার সুযোগ করে দিবেন।
বক্তারা বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করাই মূল লক্ষ্য। আগামী নির্বাচনে স্বতন্ত্র ঘোড়া প্রতীকে বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

ডেস্ক রিপোর্ট 






















