ঢাকা ০৩:১২ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬

বরিশালে ধানেরশীষের ধ্বনিতে মুখরিত নগরী

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:২৮:৪২ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • ২ বার দেখা হয়েছে
বরিশাল বুরো: বরিশাল নগরীতে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ কালে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো: কবির হাসান মৃধা বলেছেন, দুর্নীতিমুক্ত, গণতান্ত্রিক ও উন্নয়নশীল রাষ্ট্র গঠনে ধানের শীষ প্রতীকের কোনো বিকল্প নেই। তিনি বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকলে দেশে সুশাসন প্রতিষ্ঠিত হয় এবং সাধারণ মানুষ নিরাপদে জীবনযাপনের সুযোগ পায়।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় বরিশাল নগরীর হাতেমালি চৌমাথা, নতুল্লাবাদ বাস স্ট্যান্ড, সহ বিভিন্ন এলাকায় এলাকা ও আশপাশের গুরুত্বপূর্ণ সড়কে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নেন তিনি। এ সময় সাধারণ পথচারী, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষে ভোট চেয়ে সমর্থন কামনা করেন।
গণসংযোগকালে কবির আহসান মৃধা বলেন, বর্তমানে দেশের মানুষ তাদের ন্যায্য অধিকার ও ভোটাধিকার থেকে বঞ্চিত। এই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে হলে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে দাঁড়াতে হবে। বিএনপি জনগণের ক্ষমতা জনগণের হাতেই ফিরিয়ে দিতে চায়। তিনি অতীতের অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালীন দেশের অর্থনীতি, কৃষি, শিক্ষা ও অবকাঠামো খাতে উল্লেখযোগ্য উন্নয়ন সাধিত হয়েছে। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার করাই এখন সময়ের দাবি। তিনি বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হলে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় বিএনপির নেতৃত্ব প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় উপস্থিত বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং সাধারণ জনগণকে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।
জনপ্রিয় সংবাদ

পানছড়িতে ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা কাউছার আজিজীর গণসংযোগ

বরিশালে ধানেরশীষের ধ্বনিতে মুখরিত নগরী

প্রকাশিত : ১২:২৮:৪২ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
বরিশাল বুরো: বরিশাল নগরীতে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ কালে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো: কবির হাসান মৃধা বলেছেন, দুর্নীতিমুক্ত, গণতান্ত্রিক ও উন্নয়নশীল রাষ্ট্র গঠনে ধানের শীষ প্রতীকের কোনো বিকল্প নেই। তিনি বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকলে দেশে সুশাসন প্রতিষ্ঠিত হয় এবং সাধারণ মানুষ নিরাপদে জীবনযাপনের সুযোগ পায়।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় বরিশাল নগরীর হাতেমালি চৌমাথা, নতুল্লাবাদ বাস স্ট্যান্ড, সহ বিভিন্ন এলাকায় এলাকা ও আশপাশের গুরুত্বপূর্ণ সড়কে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নেন তিনি। এ সময় সাধারণ পথচারী, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষে ভোট চেয়ে সমর্থন কামনা করেন।
গণসংযোগকালে কবির আহসান মৃধা বলেন, বর্তমানে দেশের মানুষ তাদের ন্যায্য অধিকার ও ভোটাধিকার থেকে বঞ্চিত। এই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে হলে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে দাঁড়াতে হবে। বিএনপি জনগণের ক্ষমতা জনগণের হাতেই ফিরিয়ে দিতে চায়। তিনি অতীতের অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালীন দেশের অর্থনীতি, কৃষি, শিক্ষা ও অবকাঠামো খাতে উল্লেখযোগ্য উন্নয়ন সাধিত হয়েছে। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার করাই এখন সময়ের দাবি। তিনি বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হলে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় বিএনপির নেতৃত্ব প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় উপস্থিত বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং সাধারণ জনগণকে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।