ঢাকা ০৬:২১ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

ডেঙ্গুতে আক্রান্ত ইমরান হাশমি

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:০২:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
  • ১৭৮ বার দেখা হয়েছে

বলিউড অভিনেতা ইমরান হাশমি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। সিনেমার শুটিংসেটে অসুস্থ হয়ে পড়েন অভিনেতা। জ্বর ও গা-হাত-পায়ে ব্যথার মতো উপসর্গ দেখা দিতে শুরু করে তার।

‘ওজি’ সিনেমার শুটিং করার সময় এমন ঘটনা ঘটে। এরপর রক্ত পরীক্ষা করে জানা যায়, তিনি ডেঙ্গু আক্রান্ত। এই খবর পেয়ে শুটিং থেকে বিরতি নিয়েছেন ইমরান। প্রযোজনা সংস্থার পক্ষ থেকে ভারতীয় সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, চিকিৎসা চলছে অভিনেতার। তবে দ্রুত তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।

এক সূত্র জানিয়েছে, ‘ছবির শুটিং করতে করতেই অসুস্থ হয়ে পড়েন ইমরান হাশমি। তারপরেই চিকিৎসকের সঙ্গে আলোচনা করেন তিনি। তাকে বিশ্রাম নিতে বলা হয়েছে। সুস্থ হওয়ার পরেই তিনি আবার শুটিংয়ে যোগ দেবেন।’

উল্লেখ্য, ‘ওজি’ ইমরানের প্রথম তেলুগু ছবি। এই ছবি সারা দেশে মুক্তি পাবে চলতি বছরের ২৫ সেপ্টেম্বর। তেলুগু তারকা পবন কল্যাণের সমান্তরাল চরিত্রে দেখা যাবে তাকে।

ডেঙ্গুতে আক্রান্ত ইমরান হাশমি

প্রকাশিত : ১০:০২:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

বলিউড অভিনেতা ইমরান হাশমি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। সিনেমার শুটিংসেটে অসুস্থ হয়ে পড়েন অভিনেতা। জ্বর ও গা-হাত-পায়ে ব্যথার মতো উপসর্গ দেখা দিতে শুরু করে তার।

‘ওজি’ সিনেমার শুটিং করার সময় এমন ঘটনা ঘটে। এরপর রক্ত পরীক্ষা করে জানা যায়, তিনি ডেঙ্গু আক্রান্ত। এই খবর পেয়ে শুটিং থেকে বিরতি নিয়েছেন ইমরান। প্রযোজনা সংস্থার পক্ষ থেকে ভারতীয় সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, চিকিৎসা চলছে অভিনেতার। তবে দ্রুত তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।

এক সূত্র জানিয়েছে, ‘ছবির শুটিং করতে করতেই অসুস্থ হয়ে পড়েন ইমরান হাশমি। তারপরেই চিকিৎসকের সঙ্গে আলোচনা করেন তিনি। তাকে বিশ্রাম নিতে বলা হয়েছে। সুস্থ হওয়ার পরেই তিনি আবার শুটিংয়ে যোগ দেবেন।’

উল্লেখ্য, ‘ওজি’ ইমরানের প্রথম তেলুগু ছবি। এই ছবি সারা দেশে মুক্তি পাবে চলতি বছরের ২৫ সেপ্টেম্বর। তেলুগু তারকা পবন কল্যাণের সমান্তরাল চরিত্রে দেখা যাবে তাকে।