ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

৬ দিনের রিমান্ড শেষে মমতাজ এখন কাশিমপুরে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:৩৪:১৩ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
  • ২১৮ বার দেখা হয়েছে

হত্যা ও ভাঙচুরের দুটি মামলায় ৬ দিনের রিমান্ড শেষ হওয়ার পর সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

রোববার (১ জুন) চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন।

সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মমতাজকে আদালতে হাজির করা হয়। তবে এদিন তার বিরুদ্ধে নতুন করে কোনো মামলায় গ্রেপ্তারের কথা জানায়নি পুলিশ।

এর আগে, ২০১৩ সালে সিংগাইরের গোবিন্দলে চারজনকে গুলি করে হত্যা মামলায় ৪ দিন এবং হরিরামপুরে বিএনপি নেতার বাড়ি ভাঙচুরের মামলায় মমতাজকে ২ দিনের রিমান্ডে পাঠায় মানিকগঞ্জের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। হত্যাসহ একাধিক মামলা রয়েছে জনপ্রিয় এই কন্ঠশিল্পীর বিরুদ্ধে।

উল্লেখ্য, গত ১২ মে ধানমন্ডির এক বাসা থেকে গ্রেফতার করা হয় আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্যকে। তখন কাশিমপুর কারাগার থেকে মানিকগঞ্জ আদালতে তোলা হলে তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনাও ঘটে।

অ্যাওয়ার্ড নাইট’ চালু করতে যাচ্ছে বিসিবি ১৯ বছর পর

৬ দিনের রিমান্ড শেষে মমতাজ এখন কাশিমপুরে

প্রকাশিত : ১২:৩৪:১৩ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫

হত্যা ও ভাঙচুরের দুটি মামলায় ৬ দিনের রিমান্ড শেষ হওয়ার পর সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

রোববার (১ জুন) চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন।

সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মমতাজকে আদালতে হাজির করা হয়। তবে এদিন তার বিরুদ্ধে নতুন করে কোনো মামলায় গ্রেপ্তারের কথা জানায়নি পুলিশ।

এর আগে, ২০১৩ সালে সিংগাইরের গোবিন্দলে চারজনকে গুলি করে হত্যা মামলায় ৪ দিন এবং হরিরামপুরে বিএনপি নেতার বাড়ি ভাঙচুরের মামলায় মমতাজকে ২ দিনের রিমান্ডে পাঠায় মানিকগঞ্জের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। হত্যাসহ একাধিক মামলা রয়েছে জনপ্রিয় এই কন্ঠশিল্পীর বিরুদ্ধে।

উল্লেখ্য, গত ১২ মে ধানমন্ডির এক বাসা থেকে গ্রেফতার করা হয় আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্যকে। তখন কাশিমপুর কারাগার থেকে মানিকগঞ্জ আদালতে তোলা হলে তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনাও ঘটে।