ঢাকা ০১:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ০২ জুলাই ২০২৫

সোলায়মান হক মারা গেছেন আ.লীগের সাবেক এমপি

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:২৬:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
  • ৩৬ বার দেখা হয়েছে

আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা এবং চুয়াডাঙ্গা-১ আসনের চারবারের সাবেক সংসদ সদস্য  সোলায়মান হক জোয়ার্দার ছেলুন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শুক্রবার (১৩ জুন) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

দীর্ঘদিন বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি। ঢাকার এভার কেয়ার হাসপাতালে আইসিইউতে ছিলেন। আজ বিকেলে দিকে লাইফ সাপোর্ট খুলে দেয়া হয়। এরপর সন্ধার ৭টা ২০ মিনিটের দিকে মারা যান তিনি।

বেশ কয়েক বছর ধরে তিনি শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন ৭৯ বছর বয়সী এই সাবেক এমপি। একাধিকবার তিনি ভারতে ও ব্যাংককে চিকিৎসাও নিয়েছিলেন। মৃত্যুকালে তিনি এক কন্যা ও স্ত্রী রেখে গেছেন। তার দুটি কিডনিই নষ্ট হয়ে গিয়েছিল। সকালে মরদেহ চুয়াডাঙ্গাতে নেয়া হবে। শনিবার বেলা ১১টায় চুয়াডাঙ্গার ফাস্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি প্রাঙ্গণে জানাযার নামায শেষে জান্নাতুল মওলা কবরস্থানে মায়ের করবের পাশে শায়িত করা হবে।

জনপ্রিয় সংবাদ

সোলায়মান হক মারা গেছেন আ.লীগের সাবেক এমপি

প্রকাশিত : ১২:২৬:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫

আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা এবং চুয়াডাঙ্গা-১ আসনের চারবারের সাবেক সংসদ সদস্য  সোলায়মান হক জোয়ার্দার ছেলুন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শুক্রবার (১৩ জুন) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

দীর্ঘদিন বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি। ঢাকার এভার কেয়ার হাসপাতালে আইসিইউতে ছিলেন। আজ বিকেলে দিকে লাইফ সাপোর্ট খুলে দেয়া হয়। এরপর সন্ধার ৭টা ২০ মিনিটের দিকে মারা যান তিনি।

বেশ কয়েক বছর ধরে তিনি শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন ৭৯ বছর বয়সী এই সাবেক এমপি। একাধিকবার তিনি ভারতে ও ব্যাংককে চিকিৎসাও নিয়েছিলেন। মৃত্যুকালে তিনি এক কন্যা ও স্ত্রী রেখে গেছেন। তার দুটি কিডনিই নষ্ট হয়ে গিয়েছিল। সকালে মরদেহ চুয়াডাঙ্গাতে নেয়া হবে। শনিবার বেলা ১১টায় চুয়াডাঙ্গার ফাস্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি প্রাঙ্গণে জানাযার নামায শেষে জান্নাতুল মওলা কবরস্থানে মায়ের করবের পাশে শায়িত করা হবে।