ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি কুট্টি সম্পাদক টোটন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০২:১৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • ২১ বার দেখা হয়েছে

শংকর লাল দাস-পটুয়াখালী প্রতিনিধি

দীর্ঘ ২৩ বছর পর পটুয়াখালী জেলা বিএনপি’র সম্মেলনে গোপন ব্যালটে কাউন্সিলরদের ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন স্নেহাংশু সরকার কুট্টি। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এ্যাড. মজিবর রহমান টোটন। সভাপতি পদে স্নেহাংশু সরকার কুট্টি পেয়েছেন ৭৫৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না মিয়া পেয়েছেন ৪০২ ভোট। সভাপতি পদে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুটি ও সদস্য মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না মিয়া এই দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্ধীতা করেছিলেন।
অপর দিকে সাধারণ সম্পাদক পদে বিএনপি নেতা আইনজীবি মজিবর রহমান টোটন নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৪৭৪ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বসির আহমেদ মৃধা পেয়েছেন ৪২০ ভোট। সাধারণ সম্পাদক পদে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্ধীতা করেছিলেন।
বুধবার বিকেলে জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে প্রত্যক্ষ ভোট প্রদানের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। নির্বাচনে ১৫১৪ কাউন্সিলর ডেলিগেটদের মধ্যে ১১৭২ জন ভোটর তাদের ভোটাধিকার প্রদান করেন।
সুষ্ঠ, সুন্দর, নিরপেক্ষ এই নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ছিলেন বিশিষ্ট আইনজীবী আব্দুল হক ফরাজী।
উলেখ্য, জেলা বিএনপির সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ২০০২ সালের ১৫ এপ্রিল। ওই সম্মেলনে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীকে সভাপতি ও স্নেহাংশু সরকার কুট্টিকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়। পরবর্তীতে ২০১৩ সালের ১৪ মে ১৭১ সদস্য বিশিষ্ট পটুয়াখালী জেলা বিএনপির পূর্ণাঙ্গ একটি কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি। ওই কমিটির সভাপতি হন সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক করা হয় এম.এ.রব মিয়াকে । এই কমিটি ২০২০ সালের ২ নভেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেন। ৩ নভেম্বর ৩১ সদস্য বিশিষ্ট আহবায় কমিটি গঠন হয়। অনুমোদিত এই কমিটি এই ৫ বছর দায়িত্ব পালন করেছেন।

জনপ্রিয় সংবাদ

পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি কুট্টি সম্পাদক টোটন

প্রকাশিত : ০২:১৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫

শংকর লাল দাস-পটুয়াখালী প্রতিনিধি

দীর্ঘ ২৩ বছর পর পটুয়াখালী জেলা বিএনপি’র সম্মেলনে গোপন ব্যালটে কাউন্সিলরদের ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন স্নেহাংশু সরকার কুট্টি। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এ্যাড. মজিবর রহমান টোটন। সভাপতি পদে স্নেহাংশু সরকার কুট্টি পেয়েছেন ৭৫৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না মিয়া পেয়েছেন ৪০২ ভোট। সভাপতি পদে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুটি ও সদস্য মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না মিয়া এই দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্ধীতা করেছিলেন।
অপর দিকে সাধারণ সম্পাদক পদে বিএনপি নেতা আইনজীবি মজিবর রহমান টোটন নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৪৭৪ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বসির আহমেদ মৃধা পেয়েছেন ৪২০ ভোট। সাধারণ সম্পাদক পদে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্ধীতা করেছিলেন।
বুধবার বিকেলে জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে প্রত্যক্ষ ভোট প্রদানের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। নির্বাচনে ১৫১৪ কাউন্সিলর ডেলিগেটদের মধ্যে ১১৭২ জন ভোটর তাদের ভোটাধিকার প্রদান করেন।
সুষ্ঠ, সুন্দর, নিরপেক্ষ এই নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ছিলেন বিশিষ্ট আইনজীবী আব্দুল হক ফরাজী।
উলেখ্য, জেলা বিএনপির সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ২০০২ সালের ১৫ এপ্রিল। ওই সম্মেলনে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীকে সভাপতি ও স্নেহাংশু সরকার কুট্টিকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়। পরবর্তীতে ২০১৩ সালের ১৪ মে ১৭১ সদস্য বিশিষ্ট পটুয়াখালী জেলা বিএনপির পূর্ণাঙ্গ একটি কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি। ওই কমিটির সভাপতি হন সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক করা হয় এম.এ.রব মিয়াকে । এই কমিটি ২০২০ সালের ২ নভেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেন। ৩ নভেম্বর ৩১ সদস্য বিশিষ্ট আহবায় কমিটি গঠন হয়। অনুমোদিত এই কমিটি এই ৫ বছর দায়িত্ব পালন করেছেন।