রাজধানীর খিলক্ষেত থেকে জনতা ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মুশফিকুর রহমান নিখোঁজ হয়েছেন।
শুক্রবার (৪ জুন) দুপুর সাড়ে ১২টার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে তার পরিবার। এ বিষয়ে মুশফিকুর রহমানের সন্ধান চেয়ে খিলক্ষেত থানায় সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগীর পরিবার।
আজ (রোববার) এ বিষয়ে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, ডিজিএম মুশফিকুর রহমানের খোঁজ পেতে মাঠে নেমেছে পুলিশ। আমরা পরিবার সূত্রে জানতে পেরেছি তিনি গত শুক্রবার জুমার নামাজ আদায়ের কথা বলে বাসা থেকে বের হন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তাকে খুঁজে পাওয়ার জন্য আমরা প্রযুক্তিগত সহায়তাসহ বিভিন্নভাবে কাজ করে যাচ্ছি।
এদিকে মুশফিকুর রহমানের সহকর্মী জনতার ব্যাংকের কোম্পানি সচিব আবদুল আলিম খান গণমাধ্যমকে জানান, মুশফিকুর রহমান শুক্রবার দুপুর ১২টা ১৫ মিনিটে বাসার সামনে থেকে একটি রিকশায় ওঠেন। এরপরের অবস্থান আর জানা যায়নি।

ডেস্ক রিপোর্ট 






















