ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

ব্যতিক্রমী প্রতিবাদ রাস্তায় ধান রোপণ করে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:২৫:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
  • ৮৬ বার দেখা হয়েছে

নাটোরের গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়নের বাহাদুরপাড়া গ্রামের প্রধান সড়কটি পাকা হয়নি গত ৫০ বছরেও। বারবার স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনো সমাধান না পেয়ে কাদাযুক্ত রাস্তায় ধান রোপণ করে ব্যতিক্রমী প্রতিবাদ জানান এলাকাবাসী। এ ঘটনার পর সরেজমিনে রাস্তা পরির্দশন করে দ্রুত সমস্যা নিরসনের আশ্বাস দিয়েছেন গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা।

রোববার (৬ জুলাই) দুপুরে স্থানীয়রা কাদাযুক্ত রাস্তার ওপর ধানের চারা রোপণ করেন। অভিনব এই প্রতিবাদের ছবি মুহূর্তেই ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

স্থানীয়রা জানান, বাহাদুরপাড়া থেকে হিমনগর ও চরপিপলা পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি তিনটি গ্রামের প্রায় ১৫ হাজার মানুষের একমাত্র যাতায়াতের পথ। স্কুল, কলেজ, হাসপাতাল ও হাটবাজারসহ দৈনন্দিন প্রয়োজনেই মানুষ এই রাস্তা ব্যবহার করে থাকেন। এছাড়া প্রায় ১৫০০ বিঘা ফসলি জমির কৃষিপণ্য পরিবহনেও এই রাস্তার ওপর নির্ভরশীল কৃষকরা।

স্থানীয় যুবক আসাদুল্লাহ আল গালিব বলেন, আমরা জন্মের পর থেকেই এই রাস্তার একই অবস্থা দেখছি। ৫০ বছরেরও কোনো উন্নতি না হওয়ায় আজকে ধান রোপণ করে প্রতিবাদ জানিয়েছি।

কাদা রাস্তায় প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে শিশু শিক্ষার্থীদেরও। স্থানীয় শিক্ষার্থী মারিয়া জানায়, প্রতিদিন এই রাস্তা দিয়ে মসজিদে পড়তে যায় সে। মাঝে মাঝে কাদায় পড়ে বই-খাতা ভিজে যায় ।

এলাকাবাসী জানায়, শুধু শিক্ষার্থী নয় সবচেয়ে বিপদে পড়েন অসুস্থ রোগীরা। সম্প্রতি এক বৃদ্ধ নারীকে হাসপাতালে নেওয়ার সময় কাদায় আটকে পড়ায় সময়মতো পৌঁছানো যায়নি। পরে পথেই তার মৃত্যু হয়।

রাস্তায় ধান রোপণের ঘটনার খবর পেয়ে  বিকেলেই সরেজমিনে রাস্তাটি পরিদর্শন করেন গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ। তিনি জানান, আশপাশের বাড়িগুলোর পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সব পানি রাস্তায় এসে জমা হচ্ছে। ফলে রাস্তায় কাদা হয়েছে। খুব দ্রুতই একটি প্রকল্পের মাধ্যমে রাস্তাটি সংস্কারের ব্যবস্থা করা হবে।

ব্যতিক্রমী প্রতিবাদ রাস্তায় ধান রোপণ করে

প্রকাশিত : ১২:২৫:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫

নাটোরের গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়নের বাহাদুরপাড়া গ্রামের প্রধান সড়কটি পাকা হয়নি গত ৫০ বছরেও। বারবার স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনো সমাধান না পেয়ে কাদাযুক্ত রাস্তায় ধান রোপণ করে ব্যতিক্রমী প্রতিবাদ জানান এলাকাবাসী। এ ঘটনার পর সরেজমিনে রাস্তা পরির্দশন করে দ্রুত সমস্যা নিরসনের আশ্বাস দিয়েছেন গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা।

রোববার (৬ জুলাই) দুপুরে স্থানীয়রা কাদাযুক্ত রাস্তার ওপর ধানের চারা রোপণ করেন। অভিনব এই প্রতিবাদের ছবি মুহূর্তেই ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

স্থানীয়রা জানান, বাহাদুরপাড়া থেকে হিমনগর ও চরপিপলা পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি তিনটি গ্রামের প্রায় ১৫ হাজার মানুষের একমাত্র যাতায়াতের পথ। স্কুল, কলেজ, হাসপাতাল ও হাটবাজারসহ দৈনন্দিন প্রয়োজনেই মানুষ এই রাস্তা ব্যবহার করে থাকেন। এছাড়া প্রায় ১৫০০ বিঘা ফসলি জমির কৃষিপণ্য পরিবহনেও এই রাস্তার ওপর নির্ভরশীল কৃষকরা।

স্থানীয় যুবক আসাদুল্লাহ আল গালিব বলেন, আমরা জন্মের পর থেকেই এই রাস্তার একই অবস্থা দেখছি। ৫০ বছরেরও কোনো উন্নতি না হওয়ায় আজকে ধান রোপণ করে প্রতিবাদ জানিয়েছি।

কাদা রাস্তায় প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে শিশু শিক্ষার্থীদেরও। স্থানীয় শিক্ষার্থী মারিয়া জানায়, প্রতিদিন এই রাস্তা দিয়ে মসজিদে পড়তে যায় সে। মাঝে মাঝে কাদায় পড়ে বই-খাতা ভিজে যায় ।

এলাকাবাসী জানায়, শুধু শিক্ষার্থী নয় সবচেয়ে বিপদে পড়েন অসুস্থ রোগীরা। সম্প্রতি এক বৃদ্ধ নারীকে হাসপাতালে নেওয়ার সময় কাদায় আটকে পড়ায় সময়মতো পৌঁছানো যায়নি। পরে পথেই তার মৃত্যু হয়।

রাস্তায় ধান রোপণের ঘটনার খবর পেয়ে  বিকেলেই সরেজমিনে রাস্তাটি পরিদর্শন করেন গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ। তিনি জানান, আশপাশের বাড়িগুলোর পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সব পানি রাস্তায় এসে জমা হচ্ছে। ফলে রাস্তায় কাদা হয়েছে। খুব দ্রুতই একটি প্রকল্পের মাধ্যমে রাস্তাটি সংস্কারের ব্যবস্থা করা হবে।