ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

সাবেক প্রধান নির্বাচন কমিশনার শামসুল হুদার দাফন সম্পন্ন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:১০:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
  • ১৭ বার দেখা হয়েছে

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদার দাফন রাজধানীর বনানী কবরস্থানে সম্পন্ন হয়েছে। সোমবার (৭ জুলাই) বাদ মাগরিব গুলশান সোসাইটি জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানাজায় অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, নৌ পরিবহন উপদেষ্টা বিগ্রেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেনসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

তার আগে বিকেলে গুলশান লেকপাড়ে তার মরদেহ সবার দেখার জন্য উন্মুক্ত রাখা হয়। সেখানে তাকে শ্রদ্ধা জানানো হয়।

সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা গত ৫ জুলাই রাজধানীর গুলশানে তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি স্ত্রী, এক কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এ টি এম শামসুল হুদা ২০০৭ সালের ৫ ফেব্রুয়ারি থেকে ২০১২ সালের ৫ ফেব্রুয়ারি পর্যন্ত মেয়াদে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি ১৯৪২ সালে ফরিদপুর জেলার সদর উপজেলায় জন্মগ্রহণ করেন। স্বাধীনতা পরবর্তী সময়ে তিনি পাকিস্তান সিভিল সার্ভিস থেকে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেন।

কর্মজীবনে তিনি বাগেরহাট মহকুমার প্রশাসক, পানি সম্পদ মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকসহ একাধিক পদে দায়িত্ব পালন করেন।

জনপ্রিয় সংবাদ

সাবেক প্রধান নির্বাচন কমিশনার শামসুল হুদার দাফন সম্পন্ন

প্রকাশিত : ০৮:১০:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদার দাফন রাজধানীর বনানী কবরস্থানে সম্পন্ন হয়েছে। সোমবার (৭ জুলাই) বাদ মাগরিব গুলশান সোসাইটি জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানাজায় অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, নৌ পরিবহন উপদেষ্টা বিগ্রেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেনসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

তার আগে বিকেলে গুলশান লেকপাড়ে তার মরদেহ সবার দেখার জন্য উন্মুক্ত রাখা হয়। সেখানে তাকে শ্রদ্ধা জানানো হয়।

সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা গত ৫ জুলাই রাজধানীর গুলশানে তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি স্ত্রী, এক কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এ টি এম শামসুল হুদা ২০০৭ সালের ৫ ফেব্রুয়ারি থেকে ২০১২ সালের ৫ ফেব্রুয়ারি পর্যন্ত মেয়াদে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি ১৯৪২ সালে ফরিদপুর জেলার সদর উপজেলায় জন্মগ্রহণ করেন। স্বাধীনতা পরবর্তী সময়ে তিনি পাকিস্তান সিভিল সার্ভিস থেকে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেন।

কর্মজীবনে তিনি বাগেরহাট মহকুমার প্রশাসক, পানি সম্পদ মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকসহ একাধিক পদে দায়িত্ব পালন করেন।