ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

দেশি কোচদের সঙ্গে বৈঠক করলেন বিসিবি সভাপতি

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৭:৫১:৪০ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
  • ৩৪ বার দেখা হয়েছে

বর্তমানে জাতীয় ক্রিকেট দলের সহকারী প্রধান কোচ হিসেবে কাজ করছেন মোহাম্মদ সালাউদ্দিন। কোচিং স্টাফের একমাত্র দেশী কোচ তিনি, বাকি সদস্যরা সকলেই বিদেশি। সম্প্রতি দেশী কোচদের মান উন্নয়নে জোর দিয়েছি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ঘরোয়া ক্রিকেটে নিয়মিত কোচিং করান, এমন দেশি কোচদের সঙ্গে আজ সোমবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে আলোচনায় বসেছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এই মিটিংয়ে উপস্থিত ছিলেন হাই পারফরম্যান্স এবং বাংলাদেশ টাইগার্সের কোচিং স্টাফের সদস্যরাও।

সবমিলিয়ে প্রায় দশ জনের মতো কোচিং স্টাফের সদস্য উপস্থিত ছিলেন সেখানে। এ ছাড়া বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম, মাহবুব আনামরাও ছিলেন।

এই বৈঠকে উপস্থিত থাকা কোচ মিজানুর রহমান বাবুল ঢাকা পোস্টকে বলছিলেন, ‘এটা মতবিনিময় সবার মতো হয়েছে। আমরা দেশি কোচ ৮ থেকে ১০ জনের মতো উপস্থিত ছিলাম। সেখানে আসলে এইচপি বা টাইগার্সের যে সকল কোচ বা ফিজিও আছেন তারা উপস্থিত ছিলেন।’

বাবুল আরো বলছিলেন, ‘বিসিবি সভাপতির অনেকের সাথে অনেকদিন দেখা হয় না, সেটার জন্য বসেছিলেন উনি। এতদিন আইসিসিতে কাজ করেছিলেন সেটাই আমাদের সাথে শেয়ার করছিলেন। কীভাবে কাজ করেছিলেন, কোন স্টাইলে কাজ করেছিলেন। কীভাবে আরো উন্নতি করা যায় সে বিষয়ে বলছিলেন।’

এই সভায় উপস্থিত থাকা আরেক কোচ তালহা জুবায়ের ঢাকা পোস্টকে বলছিলেন, ‘আমরা আজকে বসেছিলাম। বিসিবি সভাপতি কোচিংয়ের উন্নতির কথা জানিয়েছেন। আর উন্নয়নের জন্য যে ফ্যাসিলিটিজ প্রয়োজন সেটাও নিশ্চিত করতে রাজি হয়েছেন। আমাদের চাওয়া পাওয়ার কথাও জানিয়েছি। দেশের সব জায়গার কোচদের চেইন অব কমান্ডের কথাও জানিয়েছি আমরা।’

জনপ্রিয় সংবাদ

দেশি কোচদের সঙ্গে বৈঠক করলেন বিসিবি সভাপতি

প্রকাশিত : ০৭:৫১:৪০ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫

বর্তমানে জাতীয় ক্রিকেট দলের সহকারী প্রধান কোচ হিসেবে কাজ করছেন মোহাম্মদ সালাউদ্দিন। কোচিং স্টাফের একমাত্র দেশী কোচ তিনি, বাকি সদস্যরা সকলেই বিদেশি। সম্প্রতি দেশী কোচদের মান উন্নয়নে জোর দিয়েছি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ঘরোয়া ক্রিকেটে নিয়মিত কোচিং করান, এমন দেশি কোচদের সঙ্গে আজ সোমবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে আলোচনায় বসেছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এই মিটিংয়ে উপস্থিত ছিলেন হাই পারফরম্যান্স এবং বাংলাদেশ টাইগার্সের কোচিং স্টাফের সদস্যরাও।

সবমিলিয়ে প্রায় দশ জনের মতো কোচিং স্টাফের সদস্য উপস্থিত ছিলেন সেখানে। এ ছাড়া বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম, মাহবুব আনামরাও ছিলেন।

এই বৈঠকে উপস্থিত থাকা কোচ মিজানুর রহমান বাবুল ঢাকা পোস্টকে বলছিলেন, ‘এটা মতবিনিময় সবার মতো হয়েছে। আমরা দেশি কোচ ৮ থেকে ১০ জনের মতো উপস্থিত ছিলাম। সেখানে আসলে এইচপি বা টাইগার্সের যে সকল কোচ বা ফিজিও আছেন তারা উপস্থিত ছিলেন।’

বাবুল আরো বলছিলেন, ‘বিসিবি সভাপতির অনেকের সাথে অনেকদিন দেখা হয় না, সেটার জন্য বসেছিলেন উনি। এতদিন আইসিসিতে কাজ করেছিলেন সেটাই আমাদের সাথে শেয়ার করছিলেন। কীভাবে কাজ করেছিলেন, কোন স্টাইলে কাজ করেছিলেন। কীভাবে আরো উন্নতি করা যায় সে বিষয়ে বলছিলেন।’

এই সভায় উপস্থিত থাকা আরেক কোচ তালহা জুবায়ের ঢাকা পোস্টকে বলছিলেন, ‘আমরা আজকে বসেছিলাম। বিসিবি সভাপতি কোচিংয়ের উন্নতির কথা জানিয়েছেন। আর উন্নয়নের জন্য যে ফ্যাসিলিটিজ প্রয়োজন সেটাও নিশ্চিত করতে রাজি হয়েছেন। আমাদের চাওয়া পাওয়ার কথাও জানিয়েছি। দেশের সব জায়গার কোচদের চেইন অব কমান্ডের কথাও জানিয়েছি আমরা।’