ঢাকা ০৯:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬

বিমানবাহিনীর শ্রদ্ধা শিক্ষিকা মাসুকার কবরে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:১৮:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
  • ১৩৬ বার দেখা হয়েছে

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তে নিহত শিক্ষিকা মাসুকা বেগম নিপুর কবরে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ বিমানবাহিনী।

শুক্রবার (২৫ জুলাই) দুপুর ২টা ৩০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামে তার কবরের পাশে পুষ্পস্তবক অর্পণ ও গার্ড অব অনার প্রদান করা হয়।

বাংলাদেশ বিমানবাহিনীর ১০ সদস্যের একটি প্রতিনিধি দল এ সময় মাসুকার কবরের সামনে দাঁড়িয়ে গভীর শ্রদ্ধা জানায়। পুষ্পস্তবক অর্পণ শেষে তারা দোয়া ও মোনাজাতে অংশ নেয়। পরে নিহত শিক্ষিকার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সমবেদনা জানায়।

বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার মশিউর রহমান বলেন, ঢাকা একটি কৌশলগত এলাকা। এখানকার ফ্লাইট অপারেশন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে আশপাশের ঘন জনবসতির কারণে আমাদের অনেক সময় বিভিন্ন ঝুঁকি নিয়েই ফ্লায়িং করতে হয়।

তিনি আরও বলেন, এই ধরনের দুর্ঘটনা খুব বিরল, কিন্তু যখন ঘটে, তখন মানুষের জীবনে এমন শূন্যতা তৈরি করে যার ক্ষতি অপূরণীয়। মাসুকা বেগমের মৃত্যু আমাদের জন্য দুঃখজনক এবং বেদনাদায়ক।

উল্লেখ্য, গত মঙ্গলবার সকালে উত্তরার মাইলস্টোন কলেজের একটি ভবনে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হলে মাসুকা বেগম আগুনে দগ্ধ হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর আগে তিনি জানিয়েছিলেন, যেন তাকে গ্রামের বাড়ি সোহাগপুরেই দাফন করা হয়।

তার এই শেষ ইচ্ছা পূরণ করে বৃহস্পতিবার বাদ আসর সোহাগপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাজা শেষে তাকে দাফন করা হয়। আজকের এই রাষ্ট্রীয় শ্রদ্ধা ছিল মাসুকার প্রতি জাতির এক নীরব কৃতজ্ঞতা।

স্থানীয় বাসিন্দারা বলেন, একজন শিক্ষক শুধু পেশাজীবী নন, তিনি জাতি গড়ার কারিগর। মাসুকা ছিলেন এমনই একজন। তার প্রতি বিমানবাহিনীর এই শ্রদ্ধা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য।

জনপ্রিয় সংবাদ

সাফ ফুটসালের চ্যাম্পিয়ন সাবিনাদের জন্য ছাদখোলা বাস

বিমানবাহিনীর শ্রদ্ধা শিক্ষিকা মাসুকার কবরে

প্রকাশিত : ০৮:১৮:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তে নিহত শিক্ষিকা মাসুকা বেগম নিপুর কবরে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ বিমানবাহিনী।

শুক্রবার (২৫ জুলাই) দুপুর ২টা ৩০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামে তার কবরের পাশে পুষ্পস্তবক অর্পণ ও গার্ড অব অনার প্রদান করা হয়।

বাংলাদেশ বিমানবাহিনীর ১০ সদস্যের একটি প্রতিনিধি দল এ সময় মাসুকার কবরের সামনে দাঁড়িয়ে গভীর শ্রদ্ধা জানায়। পুষ্পস্তবক অর্পণ শেষে তারা দোয়া ও মোনাজাতে অংশ নেয়। পরে নিহত শিক্ষিকার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সমবেদনা জানায়।

বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার মশিউর রহমান বলেন, ঢাকা একটি কৌশলগত এলাকা। এখানকার ফ্লাইট অপারেশন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে আশপাশের ঘন জনবসতির কারণে আমাদের অনেক সময় বিভিন্ন ঝুঁকি নিয়েই ফ্লায়িং করতে হয়।

তিনি আরও বলেন, এই ধরনের দুর্ঘটনা খুব বিরল, কিন্তু যখন ঘটে, তখন মানুষের জীবনে এমন শূন্যতা তৈরি করে যার ক্ষতি অপূরণীয়। মাসুকা বেগমের মৃত্যু আমাদের জন্য দুঃখজনক এবং বেদনাদায়ক।

উল্লেখ্য, গত মঙ্গলবার সকালে উত্তরার মাইলস্টোন কলেজের একটি ভবনে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হলে মাসুকা বেগম আগুনে দগ্ধ হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর আগে তিনি জানিয়েছিলেন, যেন তাকে গ্রামের বাড়ি সোহাগপুরেই দাফন করা হয়।

তার এই শেষ ইচ্ছা পূরণ করে বৃহস্পতিবার বাদ আসর সোহাগপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাজা শেষে তাকে দাফন করা হয়। আজকের এই রাষ্ট্রীয় শ্রদ্ধা ছিল মাসুকার প্রতি জাতির এক নীরব কৃতজ্ঞতা।

স্থানীয় বাসিন্দারা বলেন, একজন শিক্ষক শুধু পেশাজীবী নন, তিনি জাতি গড়ার কারিগর। মাসুকা ছিলেন এমনই একজন। তার প্রতি বিমানবাহিনীর এই শ্রদ্ধা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য।