অবসরপ্রাপ্ত শিক্ষক মো: ইস্কান্দার আলী হাওলাদার আজ রবিবার সকাল ৯টা ৩ মিনিটে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।
মো: ইস্কান্দার আলী হাওলাদার ছিলেন বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ৮ নম্বর নলুয়া ইউনিয়নের আফালকাঠী গ্রামের মৃত জয়নাল আবেদীন হাওলাদারের সন্তান। কর্মজীবনে তিনি একজন নিবেদিতপ্রাণ শিক্ষক হিসেবে সুপরিচিত ছিলেন। বহু শিক্ষার্থীর জীবনে আলোর দিশা দেখানো এই মানুষটি তাঁর সততা, নিষ্ঠা ও মানবিক গুণাবলির জন্য সহকর্মী ও এলাকাবাসীর কাছে ছিলেন এক শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যা এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুর খবরে আত্মীয়স্বজন, সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
রবিবার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ লাইন মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁর মরদেহ গ্রামের বাড়ি আফালকাঠীতে নেওয়া হয়, যেখানে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।
তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে নানা মহল থেকে। শিক্ষা পেশায় তাঁর অবদান স্মরণ করে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শ্রদ্ধা ও ভালোবাসা জানাচ্ছেন।