সিটি ব্যাংক পিএলসির নতুন চেয়ারম্যান হিসেবে ব্যাংকের বর্তমান ভাইস চেয়ারম্যান হোসেন খালেদকে নির্বাচিত করেছে পরিচালনা পর্ষদ।
২০২১ সাল থেকে ব্যাংকটির ভাইস চেয়ারম্যান হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন তিনি।
হোসেন খালেদ বর্তমানে আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর পদে রয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টলেডো ও টেক্সাস এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা নেন। কর্পোরেট ও আর্থিক খাতে তার দীর্ঘ অভিজ্ঞতা এরইমধ্যে সিটি ব্যাংকের কৌশলগত সিদ্ধান্ত ও পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
প্রসঙ্গত, তার বাবা প্রয়াত আনোয়ার হোসেন ছিলেন সিটি ব্যাংকের সহ-প্রতিষ্ঠাতা এবং চারবারের চেয়ারম্যান। একইসঙ্গে তিনি ছিলেন আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।
এ বিষয়ে এক বিবৃতিতে আনোয়ার গ্রুপ জানিয়েছে, সিটি ব্যাংকের চেয়ারম্যান হিসেবে হোসেন খালেদের নির্বাচিত হওয়া আমাদের জন্য গর্বের। আমরা বিশ্বাস করি, তার নেতৃত্বে ব্যাংক আরও উদ্ভাবনী, দায়িত্বশীল এবং অগ্রগতিমুখী পথে এগিয়ে যাবে।