ঢাকা ১১:৩১ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬

খাগড়াছড়ির পানছড়ির লোগাং সীমান্তে দুই গ্রুপের ব্যাপক গোলাগুলি

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:৩১:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
  • ১৪২ বার দেখা হয়েছে

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের সীমান্তবর্তী করল্যাছড়ি এলাকায় দুই সশস্ত্র সংগঠনের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রোববার (২৭ জুলাই) দুপুর থেকে বিকেল পর্যন্ত থেমে থেমে গুলির শব্দ শোনা গেছে। এ কারণে এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, পার্বত্য চট্টগ্রামে সক্রিয় দুই আঞ্চলিক রাজনৈতিক দল প্রসীত বিকাশ খীসা নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এবং সন্তু লারমা নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) এর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ধারণা করা হচ্ছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এ গোলাগুলির ঘটনা ঘটতে পারে।

স্থানীয় একাধিক সূত্র জানিয়েছেন, লোগাংয়ের করল্যাছড়ি ও তারাবন গির্জা এলাকায় ভারী অস্ত্রের গুলির শব্দ শুনা গেছে। এতে ওই এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দেয়, অনেকেই ঘর থেকে বের হতে সাহস পাননি।

এ বিষয়ে পানছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, সকাল থেকে গোলাগুলির শব্দ শোনা গেছে বলে খবর পেয়েছি। তবে কাদের মধ্যে সংঘর্ষ হয়েছে, সেই বিষয়ে আমরা নিশ্চিত নই। এখনো পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

ইউপিডিএফ খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা জানিয়েছেন, ইউপিডিএফ এর সঙ্গে এ ধরনের কোনো সংঘর্ষ বা গোলাগুলির ঘটনা ঘটেনি। অন্যদিকে জেএসএস-এর পক্ষ থেকে এখনও পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত, গত শুক্রবার রাতে দীঘিনালার নারাইছড়ি এলাকায় ইউপিডিএফ ও জেএসএস-এর মধ্যে গোলাগুলির খবর পাওয়া যায়, যেখানে চারজন নিহত হওয়ার গুঞ্জন থাকলেও তা আনুষ্ঠানিকভাবে কেউ স্বীকার করেনি।

জনপ্রিয় সংবাদ

চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন এক্সপ্রেসওয়েতে

খাগড়াছড়ির পানছড়ির লোগাং সীমান্তে দুই গ্রুপের ব্যাপক গোলাগুলি

প্রকাশিত : ০৮:৩১:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের সীমান্তবর্তী করল্যাছড়ি এলাকায় দুই সশস্ত্র সংগঠনের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রোববার (২৭ জুলাই) দুপুর থেকে বিকেল পর্যন্ত থেমে থেমে গুলির শব্দ শোনা গেছে। এ কারণে এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, পার্বত্য চট্টগ্রামে সক্রিয় দুই আঞ্চলিক রাজনৈতিক দল প্রসীত বিকাশ খীসা নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এবং সন্তু লারমা নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) এর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ধারণা করা হচ্ছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এ গোলাগুলির ঘটনা ঘটতে পারে।

স্থানীয় একাধিক সূত্র জানিয়েছেন, লোগাংয়ের করল্যাছড়ি ও তারাবন গির্জা এলাকায় ভারী অস্ত্রের গুলির শব্দ শুনা গেছে। এতে ওই এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দেয়, অনেকেই ঘর থেকে বের হতে সাহস পাননি।

এ বিষয়ে পানছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, সকাল থেকে গোলাগুলির শব্দ শোনা গেছে বলে খবর পেয়েছি। তবে কাদের মধ্যে সংঘর্ষ হয়েছে, সেই বিষয়ে আমরা নিশ্চিত নই। এখনো পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

ইউপিডিএফ খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা জানিয়েছেন, ইউপিডিএফ এর সঙ্গে এ ধরনের কোনো সংঘর্ষ বা গোলাগুলির ঘটনা ঘটেনি। অন্যদিকে জেএসএস-এর পক্ষ থেকে এখনও পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত, গত শুক্রবার রাতে দীঘিনালার নারাইছড়ি এলাকায় ইউপিডিএফ ও জেএসএস-এর মধ্যে গোলাগুলির খবর পাওয়া যায়, যেখানে চারজন নিহত হওয়ার গুঞ্জন থাকলেও তা আনুষ্ঠানিকভাবে কেউ স্বীকার করেনি।