দুমকি প্রতিনিধিঃ
দুমকিতে মৎস্য সম্পদ রক্ষায় ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচারাল এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্প(মৎস্য অধিদপ্তরের অংশ)এর আওতায় দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে নদী,খাল,ও বিলে উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে।
রবিবার দিনব্যাপী উপজেলার রাজাখালী, চরবয়রা ও জলিশা এলাকা থেকে ২৩টি নিষিদ্ধ চাইনা দুয়ারী জাল জব্দ করা হয়। এসব জালের বাজার’মূল্য প্রায় ১ লাখ টাকা।
পরে জব্দকৃত জাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মোঃ ইজাজুল হকের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানে মৎস্য কর্মকর্তাসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও পুলিশ অংশ নেন।
এব্যাপারে দুমকি উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান জানান, মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে অবৈধ জাল ব্যবহার রোধে উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান অব্যাহতরয়েছে।