সোমবার (২৭ জুলাই) মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত রায়হানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে প্রায় ২.৫ কিলোমিটার এলাকায় ২৫০টি অবৈধ আবাসিক বার্নারের সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
এছাড়া অবৈধভাবে স্থাপিত গ্যাস সরবরাহের অবকাঠামোও অপসারণ করা হয়। এর মধ্যে আনুমানিক ২০০ ফুট বিতরণ লাইন এবং ২৫০ ফুট সার্ভিস লাইন/পাইপ অপসারণ ও জব্দ করা হয়েছে। অবৈধ বিতরণ/সার্ভিস লাইনগুলো উচ্ছেদ করার পর, ভবিষ্যতে পুনরায় অবৈধ সংযোগ স্থাপন প্রতিরোধের জন্য উৎস পয়েন্টগুলো সম্পূর্ণরূপে কিলিং (স্থায়ীভাবে বন্ধ) এবং ক্যাপিং করা হয়েছে।
অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ৩ জন গ্রাহককে মোট ২০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া অনুমোদিত সীমার অতিরিক্ত চুলা ব্যবহারের দায়ে ২টি এবং বকেয়া বিল পরিশোধ না করায় ৩টি আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়।