ঢাকা ০২:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫

গভীর সাগরে ট্রলার ডুবি চার দিন সাগরে ভেসে থাকার পর ৯ জেলে উদ্ধার, নিখোঁজ ৬

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৬:১২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
  • ২১ বার দেখা হয়েছে

পটুয়াখালী প্রতিনিধি:

কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এফবি সাগরকন্যা নামের একটি মাছধরা ট্রলার ডুবির চারদিন সাগরে ভেসে থাকা অবস্থায় ৯ জেলেকে উদ্ধার করেছে অপর দুটি মাছধরা ট্রলার। অসুস্থ অবস্থায় উদ্ধার হওয়া জেলেদের আজ মঙ্গলবার সকালে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করা হয়েছে। এদিকে ডুবে যাওয়া ট্রলারের এখনো ৬ জেলে নিখোঁজ রয়েছে। নিখোজ জেলেরা হচ্ছেন আবদুর রশিদ, নজরুল ইসলাম, রফিক, ইদ্রিস, হারুন ও কালাম । এসব জেলেদের বাড়ি জেলার মহিপুর ও লক্ষ্মীপুর থানার বিভিন্ন গ্রামে বলে জানা গেছে।

স্থানীয় ও জেলেদের সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে মহিপুর মৎস্য বন্দর থেকে ১৫ জন জেলে এফবি সাগরকন্যা নামের ওই ট্রলারটি নিয়ে মাছ শিকারে গভীর সাগরে রওনা দেয়। পরদিন শুক্রবার সকালে সাগরে জাল ফেলার পর হঠাৎ ঝড় ও উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। এ সময় ট্রলারের ইদ্রিস ও কালাম নামের দুই জেলে সাগরে দল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। বাকি ১৩ জন জেলে ট্রলারে থাকা বাঁশ ও ফ্লুটের (প্লাস্টিকের প্রাত্র) এর সাহায্যে সাগরে ভাসতে থাকে। এক পর্যায়ে আবদুর রশিদ, সাগর, নজরুল ও রফিক নামের আরো ৪ জেলে দল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। সোমবার রাতে দুটি ট্রলার সাগরের পৃথক পৃথক স্থান থেকে ৯ জনকে উদ্ধার করে তীর নিয়ে আসলে তাদেরকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। এরমধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
উদ্ধার হওয়া জেলে হাসান জানান, যখন জাল ফেলেছি, তখন সাগর ছিল একেবারে ঠান্ডা। জাল টেনে ট্রলারে উঠানের সময় হঠাৎ ঝড় এবং উত্তাল ঢেউ তাদের ট্রলার ডুবে যায়। এরপর ভাসতে ভাসতে কোথায় গিয়ে পৌঁছায়, তা বলতে পারি না।
আরেক জেলে হারুন জানান, কীভাবে বেঁচে ফিরে এসেছি, তা জানি না। আল্লাহ বাঁচিয়েছেন।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ হাসান জানান, ট্রলারডুবির ঘটনায় ২৬ জুলাই ট্রলারের মালিক কিশোর হাওলাদার জেলে নিখোঁজের তথ্য উল্লেখ করে থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। নিখোঁজ অপর ছয় জেলের সন্ধানে স্থানীয় ভাবে জেলেরা ও পুলিশ চেষ্টা চালছে বলে জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের ছদ্মবেশে অভিযান, মিলেছে নানা অনিয়ম

গভীর সাগরে ট্রলার ডুবি চার দিন সাগরে ভেসে থাকার পর ৯ জেলে উদ্ধার, নিখোঁজ ৬

প্রকাশিত : ০৬:১২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

পটুয়াখালী প্রতিনিধি:

কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এফবি সাগরকন্যা নামের একটি মাছধরা ট্রলার ডুবির চারদিন সাগরে ভেসে থাকা অবস্থায় ৯ জেলেকে উদ্ধার করেছে অপর দুটি মাছধরা ট্রলার। অসুস্থ অবস্থায় উদ্ধার হওয়া জেলেদের আজ মঙ্গলবার সকালে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করা হয়েছে। এদিকে ডুবে যাওয়া ট্রলারের এখনো ৬ জেলে নিখোঁজ রয়েছে। নিখোজ জেলেরা হচ্ছেন আবদুর রশিদ, নজরুল ইসলাম, রফিক, ইদ্রিস, হারুন ও কালাম । এসব জেলেদের বাড়ি জেলার মহিপুর ও লক্ষ্মীপুর থানার বিভিন্ন গ্রামে বলে জানা গেছে।

স্থানীয় ও জেলেদের সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে মহিপুর মৎস্য বন্দর থেকে ১৫ জন জেলে এফবি সাগরকন্যা নামের ওই ট্রলারটি নিয়ে মাছ শিকারে গভীর সাগরে রওনা দেয়। পরদিন শুক্রবার সকালে সাগরে জাল ফেলার পর হঠাৎ ঝড় ও উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। এ সময় ট্রলারের ইদ্রিস ও কালাম নামের দুই জেলে সাগরে দল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। বাকি ১৩ জন জেলে ট্রলারে থাকা বাঁশ ও ফ্লুটের (প্লাস্টিকের প্রাত্র) এর সাহায্যে সাগরে ভাসতে থাকে। এক পর্যায়ে আবদুর রশিদ, সাগর, নজরুল ও রফিক নামের আরো ৪ জেলে দল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। সোমবার রাতে দুটি ট্রলার সাগরের পৃথক পৃথক স্থান থেকে ৯ জনকে উদ্ধার করে তীর নিয়ে আসলে তাদেরকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। এরমধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
উদ্ধার হওয়া জেলে হাসান জানান, যখন জাল ফেলেছি, তখন সাগর ছিল একেবারে ঠান্ডা। জাল টেনে ট্রলারে উঠানের সময় হঠাৎ ঝড় এবং উত্তাল ঢেউ তাদের ট্রলার ডুবে যায়। এরপর ভাসতে ভাসতে কোথায় গিয়ে পৌঁছায়, তা বলতে পারি না।
আরেক জেলে হারুন জানান, কীভাবে বেঁচে ফিরে এসেছি, তা জানি না। আল্লাহ বাঁচিয়েছেন।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ হাসান জানান, ট্রলারডুবির ঘটনায় ২৬ জুলাই ট্রলারের মালিক কিশোর হাওলাদার জেলে নিখোঁজের তথ্য উল্লেখ করে থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। নিখোঁজ অপর ছয় জেলের সন্ধানে স্থানীয় ভাবে জেলেরা ও পুলিশ চেষ্টা চালছে বলে জানান তিনি।