ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

পটুয়াখালীতে ডেঙ্গুর এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৫:৫৪:৪০ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
  • ২১ বার দেখা হয়েছে

পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালী শহরে সবুজবাগ এলাকার ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। সোমবার বিকেলে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী থেকে ঢাকা নেওয়া পথেই তার মৃত্যু হয়।
নিহত স্কুল ছাত্রীর নাম আরশী দেবনাথ জয়ত্রী । জয়ত্রী পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী এবং শহরের সবুজবাগ ১ম লেন এলাকার বাসিন্দা ব্যবসায়ী বিপ্লব দেবনাথের মেয়ে।
জয়ত্রীর বাবা বিপ্লব দেবনাথ জানান, তিন দিন ধরে তার মেয়ের জ্বর ছিল। অবস্থার উন্নতি না হওয়ায় রোববার রাতে তাকে স্থানীয় জনস্বাস্থ্য সেবা ক্লিনিকে চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন।

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আবু বকর সিদ্দিক জানান, জয়ত্রীর রক্তে প্লাটিলেট মাত্র ২০ হাজারে নেমে এসেছিল এবং প্রেসার ছিল অত্যন্ত কম। সোমবার তা আরও কমে ৭ হাজারে পৌঁছায়, সঙ্গে ছিল ফুসফুসে পানি ও শ্বাসকষ্ট।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলরুবা ইয়াসমিন লিজা বলেন, সোমবার সকালে রোগীর ভর্তির পরই রোগীর অবস্থা অত্যন্ত সংকটজনক অবস্থায় ছিল । চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করেছেন। তার পরও থাকায় উন্নত চিকিৎসার জন্য ঢাকাতে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। এর পর বিকেলেই রোগীকে ঢাকা নিয়ে যান স্বজনরা।

এদিকে স্কুল ছাত্রীর নাম আরশী দেবনাথ জয়ত্রীসহ পটুয়াখালীতে ডেঙ্গুতে তিনজন মারা গেছেন বলে জানা গেছে।
পটুয়াখালী সিভিল সার্জন কার্য়ালয় সুত্র জানায় গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে ১১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। তবে জেলায় চলতি বছর ডেঙ্গুতে মোট আত্রান্তের সংখ্যা এক হাজার ৯১ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৪৩ জন।

জনপ্রিয় সংবাদ

পটুয়াখালীতে ডেঙ্গুর এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত : ০৫:৫৪:৪০ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫

পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালী শহরে সবুজবাগ এলাকার ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। সোমবার বিকেলে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী থেকে ঢাকা নেওয়া পথেই তার মৃত্যু হয়।
নিহত স্কুল ছাত্রীর নাম আরশী দেবনাথ জয়ত্রী । জয়ত্রী পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী এবং শহরের সবুজবাগ ১ম লেন এলাকার বাসিন্দা ব্যবসায়ী বিপ্লব দেবনাথের মেয়ে।
জয়ত্রীর বাবা বিপ্লব দেবনাথ জানান, তিন দিন ধরে তার মেয়ের জ্বর ছিল। অবস্থার উন্নতি না হওয়ায় রোববার রাতে তাকে স্থানীয় জনস্বাস্থ্য সেবা ক্লিনিকে চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন।

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আবু বকর সিদ্দিক জানান, জয়ত্রীর রক্তে প্লাটিলেট মাত্র ২০ হাজারে নেমে এসেছিল এবং প্রেসার ছিল অত্যন্ত কম। সোমবার তা আরও কমে ৭ হাজারে পৌঁছায়, সঙ্গে ছিল ফুসফুসে পানি ও শ্বাসকষ্ট।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলরুবা ইয়াসমিন লিজা বলেন, সোমবার সকালে রোগীর ভর্তির পরই রোগীর অবস্থা অত্যন্ত সংকটজনক অবস্থায় ছিল । চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করেছেন। তার পরও থাকায় উন্নত চিকিৎসার জন্য ঢাকাতে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। এর পর বিকেলেই রোগীকে ঢাকা নিয়ে যান স্বজনরা।

এদিকে স্কুল ছাত্রীর নাম আরশী দেবনাথ জয়ত্রীসহ পটুয়াখালীতে ডেঙ্গুতে তিনজন মারা গেছেন বলে জানা গেছে।
পটুয়াখালী সিভিল সার্জন কার্য়ালয় সুত্র জানায় গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে ১১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। তবে জেলায় চলতি বছর ডেঙ্গুতে মোট আত্রান্তের সংখ্যা এক হাজার ৯১ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৪৩ জন।