কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের অষ্টগ্রামের সাংবাদিক মো. ফরিদ রায়হান এর পিতা ও সরকারি ডিলার মো. ছায়েদ আলী’র দ্বিতীয় মৃত্যু বার্ষিকী আজ।
আজ বৃহস্পতিবার (৩১জুলাই) বিকেলে পূর্ব অষ্টগ্রাম মরহুমের বাড়ি, বিভিন্ন মসজিদ ও মাদরাসায় মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।
অষ্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (সাবেক), আরটিভি ও আজকের পত্রিকা’র অষ্টগ্রাম প্রতিনিধি মো. ফরিদ রায়হানের পিতা মরহুম মো. ছায়েদ আলী ২০২৩ সালে ৩১ জুলাই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
তিনি, পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলারসহ নানা সামাজিক কার্যক্রমে যুক্ত ছিলেন।