ঢাকা ০৪:০৩ পূর্বাহ্ন, শনিবার, ০২ অগাস্ট ২০২৫

নারায়ণগঞ্জ বসানো হয়েছে ৭৪৮টি আধুনিক বাতি

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:৩১:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
  • ১৫ বার দেখা হয়েছে

এক সময়ের অন্ধকারাচ্ছন্ন ও ঝুঁকিপূর্ণ ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড এখন আধুনিক, আলোকিত ও নিরাপদ। জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নির্দেশনায় এবং সার্বিক তত্ত্বাবধানে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ এই সড়কে স্থাপন করেছে ৭৪৮টি আধুনিক সড়কবাতি, বিভিন্ন দিকনির্দেশনামূলক সিগন্যাল এবং ইউ-টার্ন।

প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ এই সড়কের দুই পাশে ৩৭৮টি পোলে বসানো হয়েছে উচ্চ ক্ষমতাসম্পন্ন এলইডি বাতি, যা রাতেও সড়কটিকে দিনের মতো আলোকিত করে রাখবে। ফলে রাতের যাতায়াত হবে আরও নিরাপদ, শৃঙ্খলাপূর্ণ ও আরামদায়ক।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, আমরা আশাবাদী এই আলোকসজ্জা শুধু যান চলাচলের নিরাপত্তাই নিশ্চিত করবে না, বরং নারায়ণগঞ্জ শহরের সৌন্দর্য ও আধুনিক নগর ভাবমূর্তি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও জানান, মাতুয়াইল ও সানারপাড় এলাকায় নতুন ইউ-টার্ন নির্মাণের ফলে যান চলাচল আরও সুগম হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আগে এই রাস্তাটি রাতে একেবারে অন্ধকারে ঢাকা থাকতো। ফলে ছিনতাই ও ডাকাতির মতো ঘটনা ছিল নিত্যনৈমিতিক। এখন আলোর কারণে অপরাধ কমবে বলে তাদের বিশ্বাস।

নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী আহসান উল্লাহ মজুমদার বলেন, দীর্ঘদিনের চাহিদার পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের উদ্যোগে চার কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে। প্রকল্প শেষে বেঁচে যাওয়া অতিরিক্ত চার কোটি টাকা সরকারি তহবিলে ফেরত দেওয়া হয়েছে।

তিনি জানান, আলোকসজ্জার পাশাপাশি রাস্তার পাশে দিকনির্দেশনামূলক সিগন্যাল ও একাধিক ইউ-টার্ন নির্মাণ করা হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচির আওতায় সড়কের দুই পাশ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। সরানো হয়েছে সব অবৈধ ব্যানার ও পোস্টার। খালি জায়গাগুলোতে লাগানো হয়েছে গাছ, যা গড়ে তুলেছে সবুজ বেষ্টনী ও মনোরম পরিবেশ।

অনেকে বলেছেন, এই উদ্যোগ শুধু সড়ক উন্নয়ন নয়, এটি নারায়ণগঞ্জবাসীর জন্য একটি নতুন, পরিচ্ছন্ন, নিরাপদ ও পরিবেশবান্ধব নগর জীবনের সূচনা।

সার্বিকভাবে, এই প্রকল্প নারায়ণগঞ্জে উন্নয়ন ও নাগরিক সেবার নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নারায়ণগঞ্জ বসানো হয়েছে ৭৪৮টি আধুনিক বাতি

প্রকাশিত : ০৮:৩১:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫

এক সময়ের অন্ধকারাচ্ছন্ন ও ঝুঁকিপূর্ণ ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড এখন আধুনিক, আলোকিত ও নিরাপদ। জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নির্দেশনায় এবং সার্বিক তত্ত্বাবধানে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ এই সড়কে স্থাপন করেছে ৭৪৮টি আধুনিক সড়কবাতি, বিভিন্ন দিকনির্দেশনামূলক সিগন্যাল এবং ইউ-টার্ন।

প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ এই সড়কের দুই পাশে ৩৭৮টি পোলে বসানো হয়েছে উচ্চ ক্ষমতাসম্পন্ন এলইডি বাতি, যা রাতেও সড়কটিকে দিনের মতো আলোকিত করে রাখবে। ফলে রাতের যাতায়াত হবে আরও নিরাপদ, শৃঙ্খলাপূর্ণ ও আরামদায়ক।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, আমরা আশাবাদী এই আলোকসজ্জা শুধু যান চলাচলের নিরাপত্তাই নিশ্চিত করবে না, বরং নারায়ণগঞ্জ শহরের সৌন্দর্য ও আধুনিক নগর ভাবমূর্তি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও জানান, মাতুয়াইল ও সানারপাড় এলাকায় নতুন ইউ-টার্ন নির্মাণের ফলে যান চলাচল আরও সুগম হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আগে এই রাস্তাটি রাতে একেবারে অন্ধকারে ঢাকা থাকতো। ফলে ছিনতাই ও ডাকাতির মতো ঘটনা ছিল নিত্যনৈমিতিক। এখন আলোর কারণে অপরাধ কমবে বলে তাদের বিশ্বাস।

নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী আহসান উল্লাহ মজুমদার বলেন, দীর্ঘদিনের চাহিদার পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের উদ্যোগে চার কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে। প্রকল্প শেষে বেঁচে যাওয়া অতিরিক্ত চার কোটি টাকা সরকারি তহবিলে ফেরত দেওয়া হয়েছে।

তিনি জানান, আলোকসজ্জার পাশাপাশি রাস্তার পাশে দিকনির্দেশনামূলক সিগন্যাল ও একাধিক ইউ-টার্ন নির্মাণ করা হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচির আওতায় সড়কের দুই পাশ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। সরানো হয়েছে সব অবৈধ ব্যানার ও পোস্টার। খালি জায়গাগুলোতে লাগানো হয়েছে গাছ, যা গড়ে তুলেছে সবুজ বেষ্টনী ও মনোরম পরিবেশ।

অনেকে বলেছেন, এই উদ্যোগ শুধু সড়ক উন্নয়ন নয়, এটি নারায়ণগঞ্জবাসীর জন্য একটি নতুন, পরিচ্ছন্ন, নিরাপদ ও পরিবেশবান্ধব নগর জীবনের সূচনা।

সার্বিকভাবে, এই প্রকল্প নারায়ণগঞ্জে উন্নয়ন ও নাগরিক সেবার নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।