ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ০২ অগাস্ট ২০২৫

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৫:৪১:০৯ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
  • ৩ বার দেখা হয়েছে

পটুয়াখালী প্রতিনিধি:

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির দাবিতে পটুয়াখালীর মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। আজ শনিবার সকালে শহরের আবুল হোসেন মেমোরিয়াল প্রি-ক্যাডেট বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসুচিতে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অভিভাবক, শিক্ষক ও শিশুরা নানা রঙের প্ল্যাকার্ড হাতে নিয়ে অংশ নেয়।
এই কর্মসুচি চলাকালে সেখানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোঃ মাসুদ শিকদারসহ অভিভাবক আফরোজ আক্তার রিনা, শিল্পী সরকার ও সাথী আক্তার শিক্ষার্থী রিফাত ও রিক্তা আক্তার।
বক্তারা বলেন, শিক্ষা ও মেধা যাচাইয়ে সকল শিশুর সমান সুযোগ থাকা উচিত। কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বাদ দিয়ে বৃত্তি পরীক্ষা আয়োজন বৈষম্যমূলক এবং অপ্রতুল সিদ্ধান্ত। তারা মনে করেন, প্রাথমিক স্তরের এই জাতীয় পরীক্ষায় সরকারি- বেসরকারি সব শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিত না হলে শিক্ষা ব্যবস্থায় সমতা রক্ষা সম্ভব নয়।
শিক্ষার্থীরা জানান, তারা দীর্ঘদিন ধরে এই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে এবং অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হলে তা হবে অন্যায়ের সামিল।
আয়োজকরা সরকারের কাছে দাবি জানান, প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেনসহ সকল শিক্ষার্থীকে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে হবে এবং প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়কে এ বিষয়ে দ্রুত পুনর্বিবেচনার আহ্বান জানান।

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন

প্রকাশিত : ০৫:৪১:০৯ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫

পটুয়াখালী প্রতিনিধি:

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির দাবিতে পটুয়াখালীর মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। আজ শনিবার সকালে শহরের আবুল হোসেন মেমোরিয়াল প্রি-ক্যাডেট বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসুচিতে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অভিভাবক, শিক্ষক ও শিশুরা নানা রঙের প্ল্যাকার্ড হাতে নিয়ে অংশ নেয়।
এই কর্মসুচি চলাকালে সেখানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোঃ মাসুদ শিকদারসহ অভিভাবক আফরোজ আক্তার রিনা, শিল্পী সরকার ও সাথী আক্তার শিক্ষার্থী রিফাত ও রিক্তা আক্তার।
বক্তারা বলেন, শিক্ষা ও মেধা যাচাইয়ে সকল শিশুর সমান সুযোগ থাকা উচিত। কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বাদ দিয়ে বৃত্তি পরীক্ষা আয়োজন বৈষম্যমূলক এবং অপ্রতুল সিদ্ধান্ত। তারা মনে করেন, প্রাথমিক স্তরের এই জাতীয় পরীক্ষায় সরকারি- বেসরকারি সব শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিত না হলে শিক্ষা ব্যবস্থায় সমতা রক্ষা সম্ভব নয়।
শিক্ষার্থীরা জানান, তারা দীর্ঘদিন ধরে এই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে এবং অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হলে তা হবে অন্যায়ের সামিল।
আয়োজকরা সরকারের কাছে দাবি জানান, প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেনসহ সকল শিক্ষার্থীকে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে হবে এবং প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়কে এ বিষয়ে দ্রুত পুনর্বিবেচনার আহ্বান জানান।