ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ০৩ অগাস্ট ২০২৫

রেড অ্যালার্ট ও ভারি বর্ষণে স্থগিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাইয়ের পুনর্মিলনী

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:১৪:১১ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
  • ১২ বার দেখা হয়েছে

দেশজুড়ে জারি থাকা রেড অ্যালার্ট ও প্রবল বর্ষণের কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। ৮ আগস্ট এ পুনর্মিলনী হওয়ার কথা ছিল। তবে উদযাপন পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, সুবিধাজনক সময়ে নতুন তারিখ সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা করা হবে।

শনিবার (২ আগস্ট) বিকেলে নগরের একটি রেস্তোরাঁয় অ্যালামনাই পুনর্মিলনী উদযাপন পরিষদের প্রচার, প্রকাশনা ও মিডিয়া উপকমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন উপকমিটির সদস্য সচিব হাফিজ আল আসাদ।

সভায় প্রধান অতিথি ছিলেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অ্যাডহক কমিটির আহ্বায়ক মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ। বিশেষ অতিথি ছিলেন সদস্য মোহাম্মদ একরামুল করিম, এম এ হালিম, উদযাপন পরিষদের সদস্য সচিব কামরুল হাসান হারুন এবং যুগ্ম সদস্য সচিব এম ডি ফখরুল ইসলাম।

সভায় বক্তারা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সার্বিক কার্যক্রম এবং সম্প্রতি সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে অনুমোদিত একটি বিতর্কিত কমিটি সম্পর্কে উপকমিটির সদস্যদের অবহিত করেন।

রপ্তানি পোশাকে শুল্ক কমায় স্বস্তিতে বিজিএমইএ

রেড অ্যালার্ট ও ভারি বর্ষণে স্থগিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাইয়ের পুনর্মিলনী

প্রকাশিত : ০৯:১৪:১১ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫

দেশজুড়ে জারি থাকা রেড অ্যালার্ট ও প্রবল বর্ষণের কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। ৮ আগস্ট এ পুনর্মিলনী হওয়ার কথা ছিল। তবে উদযাপন পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, সুবিধাজনক সময়ে নতুন তারিখ সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা করা হবে।

শনিবার (২ আগস্ট) বিকেলে নগরের একটি রেস্তোরাঁয় অ্যালামনাই পুনর্মিলনী উদযাপন পরিষদের প্রচার, প্রকাশনা ও মিডিয়া উপকমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন উপকমিটির সদস্য সচিব হাফিজ আল আসাদ।

সভায় প্রধান অতিথি ছিলেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অ্যাডহক কমিটির আহ্বায়ক মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ। বিশেষ অতিথি ছিলেন সদস্য মোহাম্মদ একরামুল করিম, এম এ হালিম, উদযাপন পরিষদের সদস্য সচিব কামরুল হাসান হারুন এবং যুগ্ম সদস্য সচিব এম ডি ফখরুল ইসলাম।

সভায় বক্তারা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সার্বিক কার্যক্রম এবং সম্প্রতি সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে অনুমোদিত একটি বিতর্কিত কমিটি সম্পর্কে উপকমিটির সদস্যদের অবহিত করেন।