ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে বর্বরতা শুরু করে দখলদার ইসরায়েল। ওই সময় থেকে এখন পর্যন্ত অন্তত ২০ হাজার ভারতীয় ইসরায়েলে গেছেন বলে জানিয়েছে ভারত সরকার।
এই ভারতীয়রা মূলত শ্রমিকের কাজ করতে গেছেন। যুদ্ধ শুরুর আগে ইসরায়েলে গাজার অনেক মানুষ কাজ করতেন। যুদ্ধ শুরুর পর তাদের অনেকে কাজ ছেড়ে দেন, আবার অনেকে কাজ হারান। এই পরিস্থিতির সুযোগ নিতে ইসরায়েলে গেছেন ভারতীয়রা।
গত সপ্তাহে ভারতের পার্লামেন্টে এ নিয়ে প্রশ্ন করেন দেশটির এক আইনপ্রণেতা। এর জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং বলেন, ২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত অন্তত ২০ হাজার ভারতীয় ইসরায়েলে গেছেন।
এরমধ্যে ভারত-ইসরায়েলের চুক্তির আওতায় ৬ হাজার ৭৩০ নির্মাণ শ্রমিক এবং ৪৪ জন সেবক ইসরায়েলে গেছেন। অপরদিকে বেসরকারি উপায়ে সেবাখাতে ৭ হাজার এবং নির্মাণখাতে আরও ৬ হাজার ৪০০ জন ইসরায়েলে গেছেন।
গাজায় বর্বর যুদ্ধের মধ্যেই ইসরায়েলি অর্থনীতি বাঁচিয়ে রাখতে ভারত কতটা সহায়তা করছে সেটি দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রীর এ তথ্যের মাধ্যমে ফুটে উঠেছে। সেখানে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে ইসরায়েলকে ‘আলাদা’ করে দেওয়ার ডাক আসছে, সেখানে ভারত তাদের সহায়তা করছে।
যুদ্ধ শুরুর পর ইসরায়েল ৭০ হাজার ফিলিস্তিনির ওয়ার্ক পারমিট বাতিল করে। এতে করে ইসরায়েলে শ্রমিক সংকট দেখা দেয়।
দখলদার ইসরায়েলের হামলায় গাজায় এখন পর্যন্ত ৬১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও দেড় লাখের বেশি ফিলিস্তিনি। নিহতদের মধ্যে প্রায় ১৯ হাজার জনই শিশু।