পটুয়াখালী প্রতিনিধি:
দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার পটুয়াখালী জেলা প্রতিনিধি সঞ্জয় দাস লিটুর স্ত্রী বিথী রানী দাস (৩২)ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আজ বৃহস্পতিবার ভোর ৪ টা ২০ মিনিটে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সঞ্জয় দাস লিটুর স্ত্রীর এই অকাল মৃত্যুতে পটুয়াখালীর সাংবাদিক মহলে শোক বিরাজ করছে।
পারিবারিক সূত্রে জানাগেছে, বিথী রানী দাস জ্বরন আক্রান্ত হয়ে গত বুধবার সকালে অসুস্থ হয়ে পড়লে পরীক্ষা-নীরিক্ষায় তার শরীরে ডেঙ্গু ধরা পড়ে এবং চিকিৎসকের পরামর্শে প্রথমে তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা শুরু হয়। । এসময় তার অবস্থার দ্রুত অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শেরে ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এখানে চিকিৎসাধীন অবস্থায় বিথীরানী দাস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যু কালে তিনি স্বামী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন গুনাগ্রী রেখে গেছেন। সাংবাদিক লিটু দাসের স্ত্রীর মৃত্যুতে সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।