ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬

৪০০ উইকেটের মাইলফলকে আমির

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:০১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
  • ১২৮ বার দেখা হয়েছে

পাকিস্তানের ইতিহাসে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ফরম্যাটে ৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন মোহাম্মদ আমির। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে খেলতে নেমে এই মাইলফলক স্পর্শ করেন এই পেসার।

বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানের দল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের বিপক্ষে ৪ ওভার বোলিং করে ১ উইকেট শিকার করেন আমির। সেই একটি উইকেটের মাধ্যমেই দুর্দান্ত এই মাইলফলক ছুঁয়ে ফেলেন পাকিস্তানের বাঁহাতি এই পেসার। ম্যাচটি স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।

টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৩৪৩তম ম্যাচে এসে ৪০০ উইকেটের দেখা পেলেন আমির। সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে তার ৪০০তম শিকার হওয়া ব্যাটার হলেন অ্যান্টিগার ফ্যাবিয়ান অ্যালেন। বর্তমানে টি-টোয়েন্টির ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় বর্তমানে নবম স্থানে অবস্থান করছেন এই পেসার।

পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেটশিকারি বাঁহাতি পেসার ওয়াহাব রিয়াজ। ৩৪৮ ম্যাচে ৪১৩ উইকেট নিয়েছেন তিনি। তার ইকোনমি রেট ৭.৫৪, যার মধ্যে রয়েছে তিনটি পাঁচ উইকেটের কীর্তি। আমিরের মাইলফলক ছোঁয়ার দিনে অবশ্য জেতেনি ত্রিনবাগো। তার স্বদেশি ইমাদ ওয়াসিম নেতৃত্ব দিয়ে অ্যান্টিগাকে উপহার দিয়েছেন ৮ রানের জয়।

জনপ্রিয় সংবাদ

ইলহান ওমরের সম্পদ নিয়ে তদন্ত শুরুর ঘোষণা ট্রাম্পের

৪০০ উইকেটের মাইলফলকে আমির

প্রকাশিত : ০৮:০১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫

পাকিস্তানের ইতিহাসে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ফরম্যাটে ৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন মোহাম্মদ আমির। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে খেলতে নেমে এই মাইলফলক স্পর্শ করেন এই পেসার।

বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানের দল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের বিপক্ষে ৪ ওভার বোলিং করে ১ উইকেট শিকার করেন আমির। সেই একটি উইকেটের মাধ্যমেই দুর্দান্ত এই মাইলফলক ছুঁয়ে ফেলেন পাকিস্তানের বাঁহাতি এই পেসার। ম্যাচটি স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।

টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৩৪৩তম ম্যাচে এসে ৪০০ উইকেটের দেখা পেলেন আমির। সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে তার ৪০০তম শিকার হওয়া ব্যাটার হলেন অ্যান্টিগার ফ্যাবিয়ান অ্যালেন। বর্তমানে টি-টোয়েন্টির ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় বর্তমানে নবম স্থানে অবস্থান করছেন এই পেসার।

পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেটশিকারি বাঁহাতি পেসার ওয়াহাব রিয়াজ। ৩৪৮ ম্যাচে ৪১৩ উইকেট নিয়েছেন তিনি। তার ইকোনমি রেট ৭.৫৪, যার মধ্যে রয়েছে তিনটি পাঁচ উইকেটের কীর্তি। আমিরের মাইলফলক ছোঁয়ার দিনে অবশ্য জেতেনি ত্রিনবাগো। তার স্বদেশি ইমাদ ওয়াসিম নেতৃত্ব দিয়ে অ্যান্টিগাকে উপহার দিয়েছেন ৮ রানের জয়।