ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬

জাতীয় দলের ভাবনায় আছেন ওপেনার জিসান

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৬:১৭:০৬ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
  • ১৪৪ বার দেখা হয়েছে

গতকাল এশিয়া কাপের দল ঘোষণা করেছে বিসিবি। যেখানে তৃতীয় ওপেনার হিসেবে নেই কেউ। প্রয়োজনের সময় কাজ চালিয়ে নেয়ার মতো রয়েছেন লিটন দাস, সাইফ হাসানরা। তবে এই পজিশনের জন্য বিবেচনায় ছিলেন তরুণ ওপেনার জিসান আলমও।

প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলছিলেন, ‘দল বাছাইয়ের সময় অনেকের নামই আমাদের আলোচনায় আসে। সেখানে বেবি উইলো যেমন আসে, ম্যাচিউর উইলোও আসে। সময়ের সঙ্গে সঙ্গে বেবি উইলোও ম্যাচিউরড উইলো হবে। তাই সবার দিকেই নজর থাকে। আমরা সেভাবেই জিসানের দিকে নজর রাখছি। আমার মতে, তার কিছুটা সময় দরকার ম্যাচিউর হতে, আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্তুত হতে।’

কেবল জিসানই না, সবার ক্ষেত্রেই যথেষ্ট সময় দিয়ে জাতীয় দলে নেওয়ার কথা বললেন লিপু, ‘আমরা কাউকে খুব সহজেই নিতে চাচ্ছি না। যাতে তাকে আবার খুব তাড়াতাড়ি বিদায় করতে না হয়। আমরা চাই, এই ধারা থেকে ক্রিকেটাররা বেরিয়ে আসুক। তারা ঘরোয়া পর্যায় থেকে পর্যায়ক্রমে ‘এ’ দলে খেলে প্রস্তুত থাকুক। যেন তারা আন্তর্জাতিক ক্রিকেটে সেই ফর্মটা রুপান্তর করতে পারে।’

এ দিকে দীর্ঘ ১০ বছরের বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞতা রয়েছে সৌম্য সরকারের। সুযোগ পেয়েছেন বারবার কিন্তু ধারাবাহিকতা না থাকায় এবার ২৫ জনের প্রাথমিক তালিকায় থেকেও ১৬ জনের দলে জায়গা পাননি তিনি।

সৌম্যকে নিয়ে লিপু বলছিলেন, ‘সৌম্য এখন তৃতীয় ওপেনার। ৮৯ ম্যাচ খেলার পর সে জানে ফিরতে হলে কী করতে হবে। তার সামর্থ্য আছে, সেটাকে আরও ক্ষুরধার করতে হবে।’

জনপ্রিয় সংবাদ

টাঙ্গাইল মেডিকেল কলেজ নারী চিকিৎসকদের ওয়াশরুমে গোপন ক্যামেরা, যুবক আটক

জাতীয় দলের ভাবনায় আছেন ওপেনার জিসান

প্রকাশিত : ০৬:১৭:০৬ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫

গতকাল এশিয়া কাপের দল ঘোষণা করেছে বিসিবি। যেখানে তৃতীয় ওপেনার হিসেবে নেই কেউ। প্রয়োজনের সময় কাজ চালিয়ে নেয়ার মতো রয়েছেন লিটন দাস, সাইফ হাসানরা। তবে এই পজিশনের জন্য বিবেচনায় ছিলেন তরুণ ওপেনার জিসান আলমও।

প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলছিলেন, ‘দল বাছাইয়ের সময় অনেকের নামই আমাদের আলোচনায় আসে। সেখানে বেবি উইলো যেমন আসে, ম্যাচিউর উইলোও আসে। সময়ের সঙ্গে সঙ্গে বেবি উইলোও ম্যাচিউরড উইলো হবে। তাই সবার দিকেই নজর থাকে। আমরা সেভাবেই জিসানের দিকে নজর রাখছি। আমার মতে, তার কিছুটা সময় দরকার ম্যাচিউর হতে, আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্তুত হতে।’

কেবল জিসানই না, সবার ক্ষেত্রেই যথেষ্ট সময় দিয়ে জাতীয় দলে নেওয়ার কথা বললেন লিপু, ‘আমরা কাউকে খুব সহজেই নিতে চাচ্ছি না। যাতে তাকে আবার খুব তাড়াতাড়ি বিদায় করতে না হয়। আমরা চাই, এই ধারা থেকে ক্রিকেটাররা বেরিয়ে আসুক। তারা ঘরোয়া পর্যায় থেকে পর্যায়ক্রমে ‘এ’ দলে খেলে প্রস্তুত থাকুক। যেন তারা আন্তর্জাতিক ক্রিকেটে সেই ফর্মটা রুপান্তর করতে পারে।’

এ দিকে দীর্ঘ ১০ বছরের বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞতা রয়েছে সৌম্য সরকারের। সুযোগ পেয়েছেন বারবার কিন্তু ধারাবাহিকতা না থাকায় এবার ২৫ জনের প্রাথমিক তালিকায় থেকেও ১৬ জনের দলে জায়গা পাননি তিনি।

সৌম্যকে নিয়ে লিপু বলছিলেন, ‘সৌম্য এখন তৃতীয় ওপেনার। ৮৯ ম্যাচ খেলার পর সে জানে ফিরতে হলে কী করতে হবে। তার সামর্থ্য আছে, সেটাকে আরও ক্ষুরধার করতে হবে।’