ঢাকা ১১:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫

বিশ্ব অ্যাথলেটিক্স : ৪২তম বাংলাদেশের রনি

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:৪২:০০ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • ৪৩৭ বার দেখা হয়েছে

জাপানের টোকিওতে চলছে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। এতে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হার্ডেলসের নাজিমুল হাসান রনি। তিনি আজ ৪০০ মিটার হার্ডেলসে ৪৪ জনের মধ্যে ৪২ তম হয়েছেন।

৪০০ মিটার হার্ডেলসে পাঁচটি হিট হয়েছিল। বাংলাদেশের হার্ডলার রনি ছিলেন পাঁচ নম্বর হিটে। ঐ হিটে নয় জনের মধ্যে তিনি নবম হয়েছেন। তার টাইমিং ছিল ৫২.৪৭ সেকেন্ড। তার হিটে প্রথম স্থান অর্জনকারী নাইজেরিয়ার নাথানিয়েলের টাইমিং ৪৮.৩৭ সেকেন্ড।

পাঁচ হিট মিলিয়ে ৪০০ মিটার হার্ডেলস পুরুষ ইভেন্টে মোট প্রতিযোগী ছিলেন ৪৪ জন। বাংলাদেশের রনি ৪৪ জনের মধ্যে ৪২ তম হয়েছেন। তার পেছনে থাকা দুই অ্যাথলেটের একজন সেন্ট কিটস এন্ড নেভিসের আরেকজন ম্যাকাওয়ের। প্রতি হিট থেকে চার জন ও পাঁচ হিট মিলিয়ে সর্বোচ্চ টাইমিংধারী চার জন মোট ২৪ জন সেমিফাইনালে উঠেছেন।

চলতি বছরের ফেব্রুয়ারিতে রনি ৪০০ মিটার হার্ডেলসে ৩১ বছরের জাতীয় রেকর্ড ভেঙেছিলেন। ৯৯৩ সালের ডিসেম্বরে নৌবাহিনীর আব্দুর রহিম নাঈম টাইমিং করেছিলেন ৫১.৮৭ সেকেন্ড। গত তিন দশকে কেউই এই টাইমিং অতিক্রম করতে পারেনি। নাজমুল ৫০.৮৪ সেকেন্ড টাইমিংয়ে নতুন কীর্তি গড়েছেন। গত মাসে অনুষ্ঠিত সামার অ্যাথলেটিক্সে রনি ৪০০ মিটার ইভেন্টে স্বর্ণ জিতলেও টাইমিং বেড়ে দাঁড়ায় ৫২.৩০ সেকেন্ড।

বিশ্ব সাঁতার কিংবা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের কখনোই পদকের প্রত্যাশা থাকে না। টাইমিংয়ের উন্নতি হলেই তৃপ্তির ঢেকুর উঠে। রনি জাতীয় পর্যায়ে তিন দশকের রেকর্ড ভাঙলেও বিশ্ব অ্যাথলেটিক্সের নিজের সেরা টাইমিংকে অতিক্রম করতে পারেননি। তার সেরা ৫০.৮৪ সেকেন্ড টাইমিং করলেও সামগ্রিক অবস্থান ৪২ থেকে কমে ৪১ হতো।

বিশ্ব অ্যাথলেটিক্সে ৪০০ মিটার হার্ডেলসে দক্ষিণ এশিয়ার একমাত্র বাংলাদেশেই অংশগ্রহণ করেছে। বিশ্ব অ্যাথলেটিক্সে বাংলাদেশ যোজন-যোজন দূরত্বে পেছনে সেটা রনির টাইমিংই নির্দেশ করছে।

বিশ্ব অ্যাথলেটিক্স : ৪২তম বাংলাদেশের রনি

প্রকাশিত : ০৯:৪২:০০ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

জাপানের টোকিওতে চলছে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। এতে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হার্ডেলসের নাজিমুল হাসান রনি। তিনি আজ ৪০০ মিটার হার্ডেলসে ৪৪ জনের মধ্যে ৪২ তম হয়েছেন।

৪০০ মিটার হার্ডেলসে পাঁচটি হিট হয়েছিল। বাংলাদেশের হার্ডলার রনি ছিলেন পাঁচ নম্বর হিটে। ঐ হিটে নয় জনের মধ্যে তিনি নবম হয়েছেন। তার টাইমিং ছিল ৫২.৪৭ সেকেন্ড। তার হিটে প্রথম স্থান অর্জনকারী নাইজেরিয়ার নাথানিয়েলের টাইমিং ৪৮.৩৭ সেকেন্ড।

পাঁচ হিট মিলিয়ে ৪০০ মিটার হার্ডেলস পুরুষ ইভেন্টে মোট প্রতিযোগী ছিলেন ৪৪ জন। বাংলাদেশের রনি ৪৪ জনের মধ্যে ৪২ তম হয়েছেন। তার পেছনে থাকা দুই অ্যাথলেটের একজন সেন্ট কিটস এন্ড নেভিসের আরেকজন ম্যাকাওয়ের। প্রতি হিট থেকে চার জন ও পাঁচ হিট মিলিয়ে সর্বোচ্চ টাইমিংধারী চার জন মোট ২৪ জন সেমিফাইনালে উঠেছেন।

চলতি বছরের ফেব্রুয়ারিতে রনি ৪০০ মিটার হার্ডেলসে ৩১ বছরের জাতীয় রেকর্ড ভেঙেছিলেন। ৯৯৩ সালের ডিসেম্বরে নৌবাহিনীর আব্দুর রহিম নাঈম টাইমিং করেছিলেন ৫১.৮৭ সেকেন্ড। গত তিন দশকে কেউই এই টাইমিং অতিক্রম করতে পারেনি। নাজমুল ৫০.৮৪ সেকেন্ড টাইমিংয়ে নতুন কীর্তি গড়েছেন। গত মাসে অনুষ্ঠিত সামার অ্যাথলেটিক্সে রনি ৪০০ মিটার ইভেন্টে স্বর্ণ জিতলেও টাইমিং বেড়ে দাঁড়ায় ৫২.৩০ সেকেন্ড।

বিশ্ব সাঁতার কিংবা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের কখনোই পদকের প্রত্যাশা থাকে না। টাইমিংয়ের উন্নতি হলেই তৃপ্তির ঢেকুর উঠে। রনি জাতীয় পর্যায়ে তিন দশকের রেকর্ড ভাঙলেও বিশ্ব অ্যাথলেটিক্সের নিজের সেরা টাইমিংকে অতিক্রম করতে পারেননি। তার সেরা ৫০.৮৪ সেকেন্ড টাইমিং করলেও সামগ্রিক অবস্থান ৪২ থেকে কমে ৪১ হতো।

বিশ্ব অ্যাথলেটিক্সে ৪০০ মিটার হার্ডেলসে দক্ষিণ এশিয়ার একমাত্র বাংলাদেশেই অংশগ্রহণ করেছে। বিশ্ব অ্যাথলেটিক্সে বাংলাদেশ যোজন-যোজন দূরত্বে পেছনে সেটা রনির টাইমিংই নির্দেশ করছে।