চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রম শুরু করেছে চবি ছাত্রদল সমর্থিত প্যানেল। ঐতিহাসিক জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া মাহফিল আয়োজনের মাধ্যমে তাদের এই যাত্রা শুরু হয়।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) আসরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ছাত্রদল সমর্থিত পূর্ণাঙ্গ প্যানেলের সহ-সভাপতি (ভিপি) সাজ্জাদ হোসেন হৃদয়, সাধারণ সম্পাদক (জিএস) শাফায়াত হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শহীদ ফরহাদ হোসেন, হৃদয় চন্দ্র তরুয়া ও ওয়াসিম আকরামসহ সব শহীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
ছাত্রদল মনোনীত সাধারণ সম্পাদক (জিএস) শাফায়াত হোসেন বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের আদর্শ আমাদের প্রেরণা। আমরা সবসময় সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য দাবি ও অধিকার আদায়ের পাশে থাকব, ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি জিয়া উদ্দিন বাসেত, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ ও রাজু আহমেদ, চবি ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াসিন, সাবেক অর্থ সম্পাদক হাসান আহমেদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।