আওয়ামী লীগের নেতাকর্মীদের বিদেশে বারবার সহিংস কর্মকাণ্ড প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ও মর্যাদার জন্য গুরুতর হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ডায়াসপোরা অ্যালায়েন্স।
রোববার (২১ সেপ্টেম্বর) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ডায়াসপোরা অ্যালায়েন্সের পাঠানো এক বার্তায় এ কথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস, তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এবং প্রবাসী চিকিৎসক ড. ফাহিমের ওপর আক্রমণের ঘটনা ঘটেছে। এনসিপি জাপান অ্যালায়েন্সের সদস্যদের ওপরও হামলা চালানো হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রেও অনুরূপ ঘটনা ঘটেছে। এ ধরনের কর্মকাণ্ড– ঘৃণা উসকে দেওয়া, ভীতি প্রদর্শন এবং শারীরিক আক্রমণ ও ভাঙচুরসহ স্পষ্টতই অপরাধমূলক কার্যকলাপ। রাজনৈতিক মতবিরোধ গণতান্ত্রিক অধিকার কিন্তু সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শন কখনোই নয়।

এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স এসব হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, আমরা বিশ্বব্যাপী বাংলাদেশি সম্প্রদায়কে আহ্বান জানাই– এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের সামাজিক, রাজনৈতিক ও সাংগঠনিক সব পরিসর থেকে বর্জন করুন। একইসঙ্গে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানাই দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে অপরাধীদের জবাবদিহির আওতায় আনতে এবং যুক্তরাজ্য, জাপানসহ বিশ্বের সব প্রান্তে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে।
‘আমরা বিশ্বব্যাপী বাংলাদেশ হাইকমিশনগুলোকেও আহ্বান জানাই– এ ঘটনায় আরও জরুরি, দৃঢ় ও স্পষ্ট ভূমিকা নিতে। এখন পর্যন্ত যে বিলম্বিত ও সীমিত প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে তা ভুল বার্তা দিতে পারে এবং অপরাধীদের উৎসাহিত করতে পারে। তাই প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা রক্ষায় কূটনৈতিক মিশনগুলোকে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে কঠোর প্রতিরোধমূলক ও আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।’
বিবৃতিতে বলা হয়, প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা, মর্যাদা ও মতপ্রকাশের স্বাধীনতা অবিচ্ছেদ্য। এনসিপি ইউকে অ্যালায়েন্স দৃঢ়ভাবে ভুক্তভোগীদের পাশে রয়েছে এবং থাকবে, যাতে প্রবাসে ঘৃণাভিত্তিক সহিংসতার কোনো স্থান না থাকে। আমরা যুক্তরাজ্যের কর্তৃপক্ষ, জাপানের কর্তৃপক্ষ এবং আন্তর্জাতিক আইন প্রয়োগকারী সংস্থাগুলোর প্রতি আহ্বান জানাই—এই অপরাধমূলক কর্মকাণ্ডের তদন্ত ও বিচারের অগ্রাধিকার নিশ্চিত করুন এবং দ্রুততম সময়ে অপরাধীদের আইনের আওতায় আনুন।

ডেস্ক রিপোর্ট 























