ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিউটি পার্লারে একটি ব্যাগ থেকে ১০ লাখ ১৮ হাজার টাকার জালনোট ও বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বউ সাজ বিউটি পার্লার থেকে এসব উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, এদিন বিকেল সাড়ে তিনটার দিকে এক নারী পার্লারে প্রবেশ করেন। এ সময় তার হাতে ছিল একটি মাঝারি আকারের ব্যাগ। সেখানে প্রবেশ করে তিনি পার্লারের কর্মীদের ফেসিয়াল করে দিতে বলেন। কিছুক্ষণ পর মোবাইল ফোনে ব্যস্ত হয়ে তিনি বেরিয়ে যান এবং কর্মীদের বলেন, ‘পাঁচ মিনিট পর ফিরে আসছি।’ কিন্তু তিনি আর ফিরে আসেননি।

এ ঘটনায় সন্দেহ হলে পার্লারের কর্মীরা ব্যাগটি খোলা থেকে বিরত থাকেন এবং পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগ থেকে একটি সাদা রঙের বিদেশি পিস্তল এবং ১০ লাখ ১৮ হাজার টাকার জাল নোট উদ্ধার করে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম বলেন, একটি বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ জাল নোট জব্দ করেছি। ব্যাগটি কার, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদে নেওয়া হয়েছে।

ডেস্ক রিপোর্ট 























