ঢাকা ০৬:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬

পূবালী ব্যাংক পিএল‌সি কি‌শোরগঞ্জ শাখার গাছের চারা রোপন ও বিতরণ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:১৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • ৮৫ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জ প্রতিনিধি:

পূবালী ব্যাংক পিএল‌সি, কি‌শোরগঞ্জ শাখার আয়োজনে দুটি বিদ্যালয়ে গাছের চারা রোপন ও বিতরণ করা হয়েছে। জানা গেছে সোমবার জেলা সদরের তাস‌লিমা মে‌মো‌রিয়াল ক‌লেজ ও পাকুন্দিয়া উপজেলার কা‌লিয়াচাপড়া চি‌নিকল উচ্চ বিদ্যালয়ে এসব চারা বিতরণ করা হয়। বিতরণকৃত চারার মধ্যে রয়েছে বনজ, ফলজসহ ঔষ‌ধি গাছ। প্রতি প্র‌তিষ্ঠা‌নে ৪০ টি ক‌রে মোট ৮০‌টি বৃক্ষ রোপণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএল‌সি, কি‌শোরগঞ্জ শাখার ব্যবস্থাপক মুহাম্মদ সাইফুল হক, তাস‌লিমা মে‌মো‌রিয়াল ক‌লে‌জের অধ্যক্ষ মুনাইমুল হক, কা‌লিয়াচাপড়া চি‌নিকল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আমজাদ হো‌সেন,শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জনপ্রিয় সংবাদ

কেরানীগঞ্জে মাহফিল থেকে ফেরার পথে বিএনপি নেতা গুলিবিদ্ধ

পূবালী ব্যাংক পিএল‌সি কি‌শোরগঞ্জ শাখার গাছের চারা রোপন ও বিতরণ

প্রকাশিত : ০৮:১৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

কিশোরগঞ্জ প্রতিনিধি:

পূবালী ব্যাংক পিএল‌সি, কি‌শোরগঞ্জ শাখার আয়োজনে দুটি বিদ্যালয়ে গাছের চারা রোপন ও বিতরণ করা হয়েছে। জানা গেছে সোমবার জেলা সদরের তাস‌লিমা মে‌মো‌রিয়াল ক‌লেজ ও পাকুন্দিয়া উপজেলার কা‌লিয়াচাপড়া চি‌নিকল উচ্চ বিদ্যালয়ে এসব চারা বিতরণ করা হয়। বিতরণকৃত চারার মধ্যে রয়েছে বনজ, ফলজসহ ঔষ‌ধি গাছ। প্রতি প্র‌তিষ্ঠা‌নে ৪০ টি ক‌রে মোট ৮০‌টি বৃক্ষ রোপণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএল‌সি, কি‌শোরগঞ্জ শাখার ব্যবস্থাপক মুহাম্মদ সাইফুল হক, তাস‌লিমা মে‌মো‌রিয়াল ক‌লে‌জের অধ্যক্ষ মুনাইমুল হক, কা‌লিয়াচাপড়া চি‌নিকল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আমজাদ হো‌সেন,শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।