ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হওয়া উচিত, তবে তা জুলাই সনদের আইনি ভিত্তিতেই হতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম।
সোমবার (২২ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে নাগরিক মঞ্চ আয়োজিত ‘৭২ সংবিধান, রাষ্ট্র সংস্কার ও জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান এবং পিআর পদ্ধতিতে নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
আবদুল হালিম বলেন, এখন দেখা যায় সুষ্ঠু নির্বাচন হলেও বিকেলে ভোট বর্জনের ঘোষণা আসে। অথচ ডাকসু নির্বাচনে এত উৎসবমুখর পরিবেশে ভোট হয়েছে। দল, মত ও ধর্ম নির্বিশেষে সবাই অংশ নিয়েছে। নির্বাচনের জন্য যত ফেনা তুলি না কেন, ভোটের রায় মানার ক্ষেত্রে পিছপা হলে হবে না। জনগণের ভোটে যে নির্বাচিত হবে, যে সরকার গঠন করবে, সেই রায় মেনেই আগামী দিনের বাংলাদেশ গড়তে হবে।

তিনি আরও বলেন, ১৯৯১ সালে কেয়ারটেকার সরকারের অধীনে বিএনপি ক্ষমতায় আসে। পরে ২০০৮ সালে আওয়ামী লীগও কেয়ারটেকারের অধীনেই ক্ষমতায় আসে। অথচ ২০১১ সালে তারা এ ব্যবস্থা কবর দিয়েছে। তাই আমরা বলি, জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচন করে জনগণকে বোঝানো যাবে না। অবশ্যই ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হওয়া উচিত, তবে তা জুলাই সনদের আইনি ভিত্তিতেই হতে হবে।
নাগরিক মঞ্চের প্রধান সমন্বয়কারী আহসান উল্লাহ শামিমের সভাপতিত্ব সভায় আরও বক্তব্য রাখেন, মুক্তি জোটের চেয়ারম্যান ড. শাহরিয়ার, মেজর ( অব.) আফসারী, নাগরিক মঞ্চের সদস্য মেজর ( অব.) ড. মাসুদুল হাসান ও এনডিপির চেয়ারম্যান আবু তাহের।

ডেস্ক রিপোর্ট 























