রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি অধ্যাপক মাঈনুদ্দীন, প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমানসহ প্রশাসনিক কর্মকর্তাদের শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষকদের সংগঠন সাদা দল।
সোমবার (২২ সেপ্টেম্বর) সংগঠনের আহ্বায়ক অধ্যাপক মো. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আব্দুস সালাম ও অধ্যাপক আবুল কালাম সরকার এক যৌথ বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানান।
বিবৃতিতে তারা বলেন, সাধারণ ছাত্রদের নামে একটি বিশেষ ছাত্রসংগঠনের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তাদের যেভাবে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে, তা দুঃখজনক ও নিন্দনীয়। সভ্য সমাজে এ ধরনের ঘটনা গ্রহণযোগ্য নয়।
তারা উল্লেখ করেন, প্রক্টর মাহবুবুর রহমানের ঘড়ি ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। শিবিরের গুপ্ত কর্মীরা প্রোভিসি, রেজিস্ট্রার ও প্রক্টরকে অবরুদ্ধ করে রাখে বলেও অভিযোগ রয়েছে। এসব ঘটনায় প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ পরিবেশের জন্য হুমকিস্বরূপ।
ঢাবি সাদা দলের নেতারা বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের অধিকার রয়েছে, তবে তা হতে হবে শান্তিপূর্ণ ও আইনি পথে। সহিংসতা, অবরুদ্ধকরণ বা ভাঙচুর কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ঘটনার অবিলম্বে স্বাধীন, নিরপেক্ষ ও সক্রিয় তদন্ত করতে হবে। অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও কর্তৃপক্ষকে নিশ্চিত করতে হবে যে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটবে না। শান্তি ও আইনের শাসন বজায় রাখতে সব পক্ষকেই সচেতন হতে হবে।