ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫

পটুয়াখালীতে দুর্গাপূজা উপলক্ষে জেলা বিএনপির মতবিনিময় সভা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৪:৩৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • ৩৩ বার দেখা হয়েছে

পটুয়াখালী প্রতিনিধি:

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মন্দির ও পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় সভা করেছে পটুয়াখালী জেলা বিএনপি। সোমবার (২২ সেপ্টেম্বর) জেলা সদরের বিভিন্ন মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকরা এতে অংশ গ্রহণ করেন।

পটুয়াখালী জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে শুভেচ্ছা বিনিময় করেন জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি। তিনি বলেন, দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি দেশের সামগ্রিক সামাজিক সম্প্রীতির প্রতীক। শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে বিএনপি সবসময় আন্তরিকভাবে পাশে থাকবে।


সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পাবলিক প্রসিকিউটর এডভোকেট মজিবুর রহমান টোটন। তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করাই দেশের স্থিতিশীলতা ও গণতন্ত্রকে সুদৃঢ় করবে। এজন্য প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক দলগুলোকেও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি ও দি চেম্বার অব কমার্স-এর সভাপতি মোঃ কামাল হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট হুমায়ূন কবির, মোঃ বশির আহমেদ মৃধা, ফারুক সিকদার জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট কাজল বরন দাস এবং সাধারণ সম্পাদক এডভোকেট সঞ্জয় কুমার খাসকেল।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সভাপতি মনিরুল ইসলাম লিটন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি বিপ্লব গাজীসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ ও বিভিন্ন মন্দিরের পূজা উদ্যাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা।
মন্দির ও পূজা উদ্যাপন কমিটির নেতারা জেলা বিএনপির এ উদ্যোগকে স্বাগত জানান এবং শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে সকলের সহযোগিতা কামনা করেন।

নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে আইআরআই

পটুয়াখালীতে দুর্গাপূজা উপলক্ষে জেলা বিএনপির মতবিনিময় সভা

প্রকাশিত : ০৪:৩৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫

পটুয়াখালী প্রতিনিধি:

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মন্দির ও পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় সভা করেছে পটুয়াখালী জেলা বিএনপি। সোমবার (২২ সেপ্টেম্বর) জেলা সদরের বিভিন্ন মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকরা এতে অংশ গ্রহণ করেন।

পটুয়াখালী জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে শুভেচ্ছা বিনিময় করেন জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি। তিনি বলেন, দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি দেশের সামগ্রিক সামাজিক সম্প্রীতির প্রতীক। শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে বিএনপি সবসময় আন্তরিকভাবে পাশে থাকবে।


সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পাবলিক প্রসিকিউটর এডভোকেট মজিবুর রহমান টোটন। তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করাই দেশের স্থিতিশীলতা ও গণতন্ত্রকে সুদৃঢ় করবে। এজন্য প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক দলগুলোকেও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি ও দি চেম্বার অব কমার্স-এর সভাপতি মোঃ কামাল হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট হুমায়ূন কবির, মোঃ বশির আহমেদ মৃধা, ফারুক সিকদার জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট কাজল বরন দাস এবং সাধারণ সম্পাদক এডভোকেট সঞ্জয় কুমার খাসকেল।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সভাপতি মনিরুল ইসলাম লিটন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি বিপ্লব গাজীসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ ও বিভিন্ন মন্দিরের পূজা উদ্যাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা।
মন্দির ও পূজা উদ্যাপন কমিটির নেতারা জেলা বিএনপির এ উদ্যোগকে স্বাগত জানান এবং শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে সকলের সহযোগিতা কামনা করেন।