সিভিল এভিয়েশন একাডেমিতে ব্রিটিশ হাইকমিশনের পৃষ্ঠপোষকতায় এবং যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্টেশনের (ডিএফটি) সহযোগিতায় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নিরাপত্তা বিষয়ক আইসিএও ন্যাশনাল ইন্সপেক্টর কোর্স অনুষ্ঠিত হয়েছে।
সনদপত্র বিতরণী অনুষ্ঠান সিভিল এভিয়েশন অ্যাকাডেমির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। কোর্সটি গত ১৫ সেপ্টেম্বর শুরু হয়েছিল।
কোর্সের অনুষ্ঠানে বেবিচক চেয়ারম্যান এয়ার কমডোর আবু সাঈদ মেহ্বুব খান প্রধান অতিথি উপস্থিত থেকে প্রশিক্ষণ সম্পন্ন কর্মকর্তাদের হাতে সনদপত্র বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশে যুক্তরাজ্য দূতাবাসের ডেপুটি হাইকমিশনার মি. জেমস গোল্ডম্যান, বেবিচকের সদস্য (নিরাপত্তা) এয়ার কমোডর মো. আসিফ ইকবাল, সিভিল এভিয়েশন অ্যাকাডেমির পরিচালক প্রশান্ত কুমার চক্রবর্তী প্রমুখ।
অনুষ্ঠানে বেবিচকের চেয়ারম্যান বলেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক। নিত্যনতুন বৈশ্বিক নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় বিমানবন্দরসমূহের নিরাপত্তা তদারকিতে এ কোর্সটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বাংলাদেশে অবস্থিত যুক্তরাজ্য দূতাবাস এবং ব্রিটিশ ডিএফটিকে তাদের সহযোগিতার জন্য বিশেষ ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে অন্যান্য বক্তারা আশা প্রকাশ করেন, এ প্রশিক্ষণ বাংলাদেশের বেসামরিক বিমান চলাচলের নিরাপত্তা সক্ষমতা ও দক্ষতা বাড়াতে উল্লেখযোগ্য অবদান রাখবে।
যুক্তরাজ্য থেকে আগত দুইজন এভিএসইসি প্রশিক্ষক সাত দিনব্যাপী এই প্রশিক্ষণ দিয়েছেন। কোর্সে অংশগ্রহণকারী বেবিচকের নিরাপত্তা বিভাগের ২০ জন কর্মকর্তা সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করে সনদপত্র অর্জন করেন।