ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

বাস-বে-যাত্রী আশ্রয়কেন্দ্র-ফুটওভার ব্রিজ নির্মাণে ২৭ কোটি টাকার চুক্তি

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৭:৪৬:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • ৩৮ বার দেখা হয়েছে

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে বাস-বে, যাত্রী আশ্রয়কেন্দ্র এবং ফুটওভার ব্রিজ নির্মাণের জন্য বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ও অ্যাঙ্কর সয়েল-এইসি জেভি’র মধ্যে ২৭ কোটির বেশি টাকার চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পক্ষে প্রধান প্রকৌশলী কাজী মো. ফেরদাউস এবং অ্যাঙ্কর সয়েল-এইসি জেভি’র পক্ষে পরিচালক মো. মাসুদ রানা চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে সেতু বিভাগের সচিব (রুটিন দায়িত্ব) মোছাম্মাৎ মমতাজ বেগম বলেন, বর্তমানে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে কোনো বাস স্টেশন বা ফুটওভার ব্রিজ নেই। যাত্রীদের দৌড়ে বা হেঁটে রাস্তা পার হতে হয়, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং সড়ক দুর্ঘটনার আশঙ্কা বাড়ায়। তাই এই এলাকায় বাস-বে, যাত্রী আশ্রয়কেন্দ্র ও ফুটওভার ব্রিজ নির্মাণ অত্যন্ত জরুরি। আশাকরি নির্ধারিত সময়ের মধ্যে নকশা ও কাজের গুণগত মান বজায় রেখে নির্মাণকাজ সম্পন্ন করবে প্রতিষ্টানটি।

চুক্তি অনুযায়ী ২৭ কোটি ১২ লাখ ৫৮ হাজার ৫৯৫ টাকা ৫৫ পয়সা ব্যয়ে আগামী ১৮ মাসের মধ্যে কাজটি শেষ হবে। প্রকল্প বাস্তবায়ন হলে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে যাত্রীদের ভোগান্তি কমবে এবং ফুটওভার ব্রিজ যাত্রী সাধারণের নিরাপদ পারাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে সেতু বিভাগ, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এবং অ্যাঙ্কর সয়েল-এইসি জেভি-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাস-বে-যাত্রী আশ্রয়কেন্দ্র-ফুটওভার ব্রিজ নির্মাণে ২৭ কোটি টাকার চুক্তি

প্রকাশিত : ০৭:৪৬:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে বাস-বে, যাত্রী আশ্রয়কেন্দ্র এবং ফুটওভার ব্রিজ নির্মাণের জন্য বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ও অ্যাঙ্কর সয়েল-এইসি জেভি’র মধ্যে ২৭ কোটির বেশি টাকার চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পক্ষে প্রধান প্রকৌশলী কাজী মো. ফেরদাউস এবং অ্যাঙ্কর সয়েল-এইসি জেভি’র পক্ষে পরিচালক মো. মাসুদ রানা চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে সেতু বিভাগের সচিব (রুটিন দায়িত্ব) মোছাম্মাৎ মমতাজ বেগম বলেন, বর্তমানে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে কোনো বাস স্টেশন বা ফুটওভার ব্রিজ নেই। যাত্রীদের দৌড়ে বা হেঁটে রাস্তা পার হতে হয়, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং সড়ক দুর্ঘটনার আশঙ্কা বাড়ায়। তাই এই এলাকায় বাস-বে, যাত্রী আশ্রয়কেন্দ্র ও ফুটওভার ব্রিজ নির্মাণ অত্যন্ত জরুরি। আশাকরি নির্ধারিত সময়ের মধ্যে নকশা ও কাজের গুণগত মান বজায় রেখে নির্মাণকাজ সম্পন্ন করবে প্রতিষ্টানটি।

চুক্তি অনুযায়ী ২৭ কোটি ১২ লাখ ৫৮ হাজার ৫৯৫ টাকা ৫৫ পয়সা ব্যয়ে আগামী ১৮ মাসের মধ্যে কাজটি শেষ হবে। প্রকল্প বাস্তবায়ন হলে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে যাত্রীদের ভোগান্তি কমবে এবং ফুটওভার ব্রিজ যাত্রী সাধারণের নিরাপদ পারাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে সেতু বিভাগ, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এবং অ্যাঙ্কর সয়েল-এইসি জেভি-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।