চ্যাম্পিয়নস লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে বার্সেলোনার বিপক্ষে খেলবে প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে চোটের মিছিলে জর্জরিত চ্যাম্পিয়নস লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। বর্ষসেরা নির্বাচিত হওয়া ক্লাবটির ব্যালন ডি’অর জয়ী ওসমান দেম্বেলের পর এবার চোটের শিকার হয়েছেন দলের অধিনায়ক মারকুইনোস।
গত সোমবার মার্শেইয়ের বিপক্ষে ক্লাসিকো ম্যাচে অস্বস্তি নিয়েই খেলেছিলেন মারকুইনোস। পরে স্ক্যানে দেখা যায়, তিনি বাঁ উরুর চোটে ভুগছেন। এই চোটের কারণে পিএসজির অধিনায়ককে কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে। এদিকে একের পর এক তারকার চোট কোচ লুইস এনরিকের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।
এর আগে সেপ্টেম্বরের আন্তর্জাতিক বিরতিতে ইউক্রেনের বিপক্ষে চোট পান উইঙ্গার দেম্বেলে। অক্টোবরে আন্তর্জাতিক বিরতির আগে তার মাঠে ফেরার সম্ভাবনা ক্ষীণ। দেম্বেলের আক্রমণভাগের সঙ্গী দেজিরে দুয়ে এবং ব্র্যাডলি বারকোলাও চোটে ভুগছেন।
এছাড়াও মিডফিল্ডার নেভেসকে নিয়েও সংশয় রয়েছে। চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচে আটালান্তার বিপক্ষে চোট পাওয়া এই পর্তুগিজ ফুটবলারের পুনর্বাসন প্রক্রিয়া চলছে। যদিও তাকে বার্সার বিপক্ষে ম্যাচ থেকে আনুষ্ঠানিকভাবে বাদ দেয়া হয়নি। আগামী ২ অক্টোবর চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার মুখোমুখি হবে পিএসজি।