ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫

বাংলাদেশ সফরে আসার আগেই দুঃসংবাদ পেল ওয়েস্ট ইন্ডিজ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:৪৮:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • ৪৯ বার দেখা হয়েছে

আগামী অক্টোবরে বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ। তার আগে ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্টের সিরিজ খেলবে ক্যারিবিয়ানরা। ভারত সিরিজে খেলতে পারছেন না শামার জোসেফ। এমনকি বাংলাদেশ সফরেও এই পেসারকে পাওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

বাংলাদেশ সফরের আগে জোসেফের চোট পর্যবেক্ষণ করবে দেশটির ক্রিকেট বোর্ড। পরিস্থিতির উন্নতি হলে এবং খেলার মতো যথেষ্ট ফিট থাকলে তবেই বাংলাদেশ সফরের দলে তাকে রাখা হবে। তবে আসন্ন এই সফরে তাকে না পাওয়ার সম্ভাবনাই বেশি।

নেপালের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বর্তমান সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজ দল। এই সিরিজ শেষে ভারতে টেস্ট খেলতে নামবে ক্যারিবীয়রা। দুই টেস্টের সিরিজ খেলে বাংলাদেশে আসবে তারা।

পরবর্তীতে পাঁচটি টি-টোয়েন্টি, তিনটি ওয়ানডে এবং তিনটি টেস্ট খেলতে নিউজিল্যান্ডে যাবে ওয়েস্ট ইন্ডিজ। ব্যস্ত সূচির কারণে নিশ্চিতভাবেই শামার জোসেফকে নিয়ে ঝুঁকি নিতে চাইবে দেশটির ক্রিকেট বোর্ড। কারণ ক্যারিবীয়দের পেস ইউনিটের অন্যতম ভরসার নাম তিনি।

বাংলাদেশ সফরে আসার আগেই দুঃসংবাদ পেল ওয়েস্ট ইন্ডিজ

প্রকাশিত : ১১:৪৮:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫

আগামী অক্টোবরে বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ। তার আগে ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্টের সিরিজ খেলবে ক্যারিবিয়ানরা। ভারত সিরিজে খেলতে পারছেন না শামার জোসেফ। এমনকি বাংলাদেশ সফরেও এই পেসারকে পাওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

বাংলাদেশ সফরের আগে জোসেফের চোট পর্যবেক্ষণ করবে দেশটির ক্রিকেট বোর্ড। পরিস্থিতির উন্নতি হলে এবং খেলার মতো যথেষ্ট ফিট থাকলে তবেই বাংলাদেশ সফরের দলে তাকে রাখা হবে। তবে আসন্ন এই সফরে তাকে না পাওয়ার সম্ভাবনাই বেশি।

নেপালের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বর্তমান সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজ দল। এই সিরিজ শেষে ভারতে টেস্ট খেলতে নামবে ক্যারিবীয়রা। দুই টেস্টের সিরিজ খেলে বাংলাদেশে আসবে তারা।

পরবর্তীতে পাঁচটি টি-টোয়েন্টি, তিনটি ওয়ানডে এবং তিনটি টেস্ট খেলতে নিউজিল্যান্ডে যাবে ওয়েস্ট ইন্ডিজ। ব্যস্ত সূচির কারণে নিশ্চিতভাবেই শামার জোসেফকে নিয়ে ঝুঁকি নিতে চাইবে দেশটির ক্রিকেট বোর্ড। কারণ ক্যারিবীয়দের পেস ইউনিটের অন্যতম ভরসার নাম তিনি।